মালদহ: মালদহে (Maldah) বিজেপির (BJP) এক পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) গ্রেফতার (Arrest)। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মণ্ডল গ্রেফতার। দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যের উপর হামলা এবং আর্থিক দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। গত মঙ্গলবার দলীয় বৈঠকে প্রধান ও দলবলের হাতে আক্রান্ত হন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল। মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয় মহিলা পঞ্চায়েত সদস্যের। প্রধান ও অনুগামীদের হামলায় গুরুতর আহত বলেও অভিযোগ। হামলা ও মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সদস্যকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গতকাল লিখিত অভিযোগ দায়ের হয় মানিকচক থানায়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় বিজেপির ওই প্রধানের বিরুদ্ধে। গভীর রাতে পুলিশ গ্রেফতার করে দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতের বিজেপি প্রধানকে। রাতেই তাঁকে আনা হয় মালদহের ইংরেজবাজার থানায়। ধৃত প্রধানকে আজ তোলা হবে মালদহ জেলা আদালতে।
আরও পড়ুন: এক্সপ্রেসে ট্রেনে উদ্ধার তবলার শিক্ষকের মৃতদেহ!
দেখুন অন্য খবর:
The post দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধান first appeared on KolkataTV.
The post দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধান appeared first on KolkataTV.