লস এঞ্জেলেসে হলিউড(Los Angeles,Hollywood) তারকাদের পাশাপাশি বেশ কিছু বলিউড তারকা থাকেন। নিক জোনাসের(Nick Jonas) সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে বেশ কয়েক বছর ধরে সেখানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)। এছাড়াও সপরিবারে সেখানে থাকেন অভিনেত্রী প্রীতি জিন্টা(Preity Zinta)। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে(Gene Goodenough)বিয়ের পর সেখানকারী বাসিন্দা হয়েছেন প্রীতি।দুই বাচ্চা ও স্বামীর সঙ্গে প্রীতি জিন্টা সেখানে থাকেন। এছাড়াও আরো কিছু বলিউড অভিনেত্রী সেখানে বসবাস করেন।
সোশ্যাল মিডিয়ায় প্রীতি লিখেছেন, লস এঞ্জেলেসে দাবানলের(Wild Fire) মধ্যে পরিবার নিয়ে এখনো পর্যন্ত নিরাপদ আছেন। এর আগের টুইটারে প্রীতি লিখেছিলেন, আমি কখনো ভাবি নি যে আমি এমন একটি দিন দেখতে বেঁচে থাকব যেখানে লস এঞ্জেল এসে আগুন আমাদের আশপাশের এলাকা গুলোকে সম্পূর্ণ ধ্বংস করবে। বন্ধুবান্ধব এবং অন্যান্য পরিবারগুলোকে হয় সরিয়ে দেয়া হবে বা উচ্চ সতর্কতা জারি করা হবে। দোয়াটি আকাশ থেকে যেন ছাই নেমে আসছে। আর আমাদের সাথে বাচ্চাদের এবং দাদা-দাদিদের সাথে বাতাস শান্ত না হলে কি হবে তা নিয়ে ভয় এবং অনিশ্চয়তা কাজ করছে। চারপাশের এই হৃদয়বিদারক ধ্বংসলীলায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখনো পর্যন্ত নিরাপদ।
যারা এখনো পর্যন্ত বাস্তচ্যুত হয়েছেন এবং আগুনে সবকিছু হারিয়েছেন তাদের জন্য বলিউড অভিনেত্রী প্রার্থনা করেছেন।
ইতিমধ্যেই ১২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষতির পরিমান এখনও পর্যন্ত ১,২৯,২৯,৩২,৯১,৫৫,০০০ টাকা!
ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বাড়ি পুড়ে ছাই। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সান্তাআনার দাবানল লেগে যায় ঝোড়ো হাওয়া থেকে।
The post চতুর্দিকে ধ্বংসের আতঙ্কে দিন কাটছে প্রীতি জিন্টার first appeared on KolkataTV.
The post চতুর্দিকে ধ্বংসের আতঙ্কে দিন কাটছে প্রীতি জিন্টার appeared first on KolkataTV.