রাকিবুল ইসলাম, মুর্শিদাবাদ (ডোমকল): মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গিতে (Jalangi) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল (TMC) যুব কংগ্রেসের কর্মসূচিতে ‘ডাক পেলেন না ব্লক সভাপতি’। অন্যদিকে নাম না করে একের পর এক তৃণমূল ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের, কড়া সমালোচনায় বিরোধীরা।
বিজেপির (BJP) দাবি, জলঙ্গিতে আগামী দিনে তৃণমূল থাকবে না তার প্রমাণ এই বিধায়ক। পাশাপাশি কংগ্রেসের দাবি ব্লক সভাপতি অত্যন্ত ভালো মানুষ, গোষ্ঠী কোন্দল করাটাই এই বিধায়কের কাজ, তার সাক্ষী এর আগে অনেকবার দেখেছি।
সিপিআইএমের (CPM) দাবি তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয়, যেখানে তৃণমূল, সেখানে গোষ্ঠী কোন্দল।
আরও পড়ুন- নদিয়ায় রাজনৈতিক উত্তেজনা, উত্তপ্ত আসাননগর
মুর্শিদাবাদের জলঙ্গীতে তৃণমূলে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কড়া সমালোচনা বাম, কংগ্রেস, বিজেপি।
রবিবার বিকেলে মুর্শিদাবাদের জলঙ্গির কৃষক বাজারে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বস্ত্র বিতরণী ও আলোচনার সভার মঞ্চ থেকে নাম না করে ব্লক সভাপতিকে কটাক্ষ বিধায়কের। তিনি বলেন কোন গ্রুপ বাজি চলবে না। কেউ যদি আমার উপরে উঠে যাবে তার পথ বেশিদিন থাকবে না এমনটাই বলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন রকম আক্রমণ করতে থাকেন বিধায়ক
এছাড়াও বিভিন্ন বিষয়ের নাম না করে জলঙ্গীর ব্লক দক্ষিণ জোনের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমেদ তৃণমূলকে নিয়ে শুরু হয়েছে বিরোধীদের কড়া সমালোচনা।
মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য সিপিআইএম নেতা ইমরান হোসেন বলেন, শাসকদলের এটা নতুন কিছু নয় বিভিন্ন জায়গাতেই এমন ঘটনা ঘটিয়ে থাকেন। বিধায়ক এছাড়াও যে বক্তব্যগুলি দিয়েছেন, সেগুলি নাম না করে ব্লক সভাপতিকে বলা হচ্ছে। যেহেতু ব্লক সভাপতি আজকে মিটিংয়ে ছিলেন না, আর সেই কারণেই এই বক্তব্য বলে মনে করছি আমরা। এমনটাই বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য সিপিআইএম ইমরান হোসেন।
রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বিশ্বাস বলেন:- এই বিধায়ক কারো সঙ্গে চলতে পারেনা! যেই ব্লক সভাপতির বিরুদ্ধে তিনি বলছেন… যদিও নাম না করে বলছেন কিন্তু তিনি অর্থাৎ ওই ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ অত্যন্ত ভালো মানুষ , সেই কারণেই বিধায়কের কাছে খারাপ হচ্ছেন, আর গোষ্ঠী কোন্দল এটা বিধায়ক নিজেই করেন জলঙ্গিতে। সেটা এর আগেও দেখা গাছে।
যদিও এবিষয়ে বিজেপি জেলা প্রেসিডেন্ট সৌমেন মন্ডল বলেন, এই দলের সকলেই কাঠমানি সঙ্গে জড়িত আর কিছুদিন পর জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস থাকবে না তার প্রমাণ এই বিধায়ক।
তবে এবিষয়ে পুরোপুরি অস্বীকার গেলেন বিধায়ক এরকম মন্তব্য করতে পারে না। এমনটাই বললেন, জলঙ্গীর দক্ষিণের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমে।
দেখুন অন্য খবর-
The post গোষ্ঠী কোন্দল ঘিরে মুর্শিদাবাদে রাজনৈতিক বাদানুবাদ first appeared on KolkataTV.
The post গোষ্ঠী কোন্দল ঘিরে মুর্শিদাবাদে রাজনৈতিক বাদানুবাদ appeared first on KolkataTV.