কলকাতা: ইনস্টাগ্রামে (Instagram) দেবকে আনফলো করা নিয়ে কম চর্চা হয়নি। মান অভিমানের পর্ব মিটিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kiff 2024) উদ্বোধনের দিন আরও কাছাকাছি এসেছিলেণ টলিউডের (Tollywood) পাওয়ার কাপল দেব-রুক্মিণী (Dev-Rukmini)। হাতেহাত ধরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুগল। কিন্তু এরপরও নাকি মনোমালিন্যের ইতি হয়নি।
আরও পড়ুন: মনমোহন সিংকে শ্রদ্ধা, পিছল ‘সিকন্দর’-এর টিজার মুক্তি
খাদানের আকাশছোঁয়া সাফল্যের পরও রুক্মিণীর দেখা মেলেনি দেবের পাশে। যদিও প্রেমিকের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন হাসিমুখে। পরেও ছিলেন রঙমিলান্তি কালো পোশাক। ‘মন মানে না’ গানে পা মিলিয়েছিলেন দুজন। উপস্থিত সকলের সঙ্গে উৎসবে মেতে ওঠেন যুগল। সাফ বুঝিয়ে দিলেন সব ঠিকাছে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
এদিন দেবের জন্মদিনের পার্টিতে রুক্মিণী ছাড়াও ছিলেন টিম ‘খাদান’। যিশু সেনগুপ্ত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
দেখুন আরও খবর:
The post খারাপ হয়ে চলেছে সম্পর্ক? প্রকাশ্যে সত্যি আনলেন বান্ধবী first appeared on KolkataTV.
The post খারাপ হয়ে চলেছে সম্পর্ক? প্রকাশ্যে সত্যি আনলেন বান্ধবী appeared first on KolkataTV.