নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির (BJP) মহাযুতি জোট (Mahayuti Alliance) ক্ষমতায় ফিরছে। কে হবেন মুখ্যমন্ত্রী? শিবসেনার একনাথ শিন্দে না কি বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)? তা নিয়ে চর্চা তুঙ্গে। কারণ দুজনেই মুখ্যমন্ত্রী হতে চান ভোটের ফল প্রকাশের আগে দলীয়ভাবে তা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়। তারই মধ্যে ফড়নবিশ জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী বাছবে মহাযুতি জোট।
শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে ফড়নবিশ বলেন, মুখ্যমন্ত্রীর মুখ বাছাই নিয়ে কোনও বিরোধ থাকবে না। প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নির্বাচনের পরে তিন সহযোগী দলের নেতারা একসঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বিজেপি, অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নিয়ে গঠিত মহাযুতি জোট ৫৪ টি আসন জিতেছেন এবং বিকেল ৩টা পর্যন্ত পাওয়া খবরে এছাড়াও ১৭৪টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ২০১৯ সালে পাওয়া ১০৫টি থেকে বেড়ে ১৩০টি আসন পাওয়ার কাছাকাছি। অন্যদিকে, কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) নিয়ে গঠিত মহা বিকাশ আঘাড়ী জোট ১০টি আসন জিতেছে এবং এছাড়া এই রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত ৪৩টি আসনে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষতা’ থাকবে? সুপ্রিম রায় ২৫ নভেম্বর
দেখুন অন্য খবর:
The post কে হবেন মুখ্যমন্ত্রী? কী বললেন দেবেন্দ্র ফড়নবিশ? first appeared on KolkataTV.
The post কে হবেন মুখ্যমন্ত্রী? কী বললেন দেবেন্দ্র ফড়নবিশ? appeared first on KolkataTV.