শ্রীনগর: ফের দুর্ঘটনার কবলে সেনা জওয়ানের গাড়ি। জম্মু ও কাশ্মীরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চার জওয়ানের। একটি সেনার ট্রাক বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়। শনিবার উত্তর কাশ্মীরে বন্দিপোর জেলায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। পরে স্থানীয় হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। সদরকুট পায়েন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে। জখম সেনাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
গত ২৪ ডিসম্বর পুঞ্চ জেলায় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচ সেনার মৃত্যু হয়। তাতে আরও পাঁচজন জখম হন। সেনার গাড়ি ৩৫০ ফুট খাদে পড়ে যায়। গত চার নভেম্বরও রাজৌরি জেলার একটি গাড়ি দুর্ঘটনায় এক সেনার মৃত্যু হয়। একজন জখম হন। রিয়াসি জেলায় দুই নভেম্বর এক মহিলা ও শিশু সহ তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: লাদাখে ভারতীয় অংশ দখল করে ‘গ্রাম’ গড়ল চীন, স্বীকারোক্তি মোদি সরকারের
দেখুন অন্য খবর:
The post কাশ্মীরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চার সেনার first appeared on KolkataTV.
The post কাশ্মীরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চার সেনার appeared first on KolkataTV.