শীতকাল মানে বাঙালিদের আরও এক দফা উৎসবের মরসুম। এই সময়ই শহরে সিনেমা আর বইয়ের মেলার ছড়াছড়ি। অপরদিকে, ক্রমশ উত্তপ্ত হয়ে চলেছে বাংলাদেশ। বাড়ছে রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপানউতোর। সম্পর্কের অবনতি হয়ে চলেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যেও। কার্যত সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস ও আরও ৪ সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকেই বাংলাদেশ উত্তাল। ঘটনার প্রভাব ছড়িয়েছে এপার বাংলা। রীতিমতো ফুঁসছে ভারতীয়রা। এবার সেই রেশ এসে পড়ল বইমেলা (Bookfair) এবং কলকাতা চলচ্চিত্র উৎসবেও (Kiff 2024)।
এবছর বইমেলা এবং চলচ্চিত্র উৎসব থেকে কার্যত ‘ব্রাত্য’ বাংলাদেশ। হাসিনা সরকারের পালাবদল ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ক্রমশ বাড়ছে অস্থিরতা। চব্বিশের কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ছে বাংলাদেশের ছবি, বইমেলাতেও থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।
৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। প্রতিবছর বাংলাদেশের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন এপার বাংলার সিনেমাপ্রেমীরা। গত বছরই চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ দেখতে লাইন পড়েছিল নন্দনে। জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম প্রমুখ ওপার বাংলার শিল্পীদেরও আনাগোনাও লেগেই থাকে এই চলচ্চিত্র উৎসবে। তবে এবছর রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম ঘোষ জানিয়েছেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবারের পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান প্রতিবেশী বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই। পরিস্থিতির বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পঁচিশের বইমেলার ক্ষেত্রেও একই ছবি দেখা যাবে।
The post কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে ‘ব্রাত্য’ বাংলাদেশ, চলবে না বাংলাদেশি ছবি first appeared on KolkataTV.
The post কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে ‘ব্রাত্য’ বাংলাদেশ, চলবে না বাংলাদেশি ছবি appeared first on KolkataTV.