ঝাড়গ্রাম: রাতারাতি উধাও হয়ে গেল বিজেপির (BJP) দলীয় পতাকা। ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা কেন্দ্রে তাই নিয়েই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের সিজুয়া অঞ্চলের কুয়াপাড়া এলাকায় ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুর (Pranat Tudu) সমর্থনে একাধিক জায়গায় লাগানো হয়েছিল বিজেপির দলীয় পতাকা। সেই পতাকা রাতারাতি এলাকা থেকে উধাও হয়ে যায়। বিজেপির অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: আপ কার্যালয়ের সামনে চড় খেলেন কানহাইয়া কুমার
সেই উত্তেজনা সামাল দিতে পুলিশ এলাকায় গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ অবশ্য মানতে নারাজ ঘাসফুল শিবির। এদিন বিজেপির এই অভিযোগে তৃণমূল বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, “এই মুহূর্তে তাদের যা পরিস্থিতি, সারা দেশে ওদের ঝান্ডা থাকবে। তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত থাকে না। ওদের পায়ের তলার মাটি নেই, তাই অপরকে দোষারোপ করাই কাজ।
দেখুন অন্য খবর: