কলকাতা: ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির স্ক্রিনিংয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়িতে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনা হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের। ছবির প্রিমিয়ারে আসার কথা ছিল তারকা অল্লু অর্জুনের (Allu Arjun)। তাঁকে দেখতে তুমুল ভিড় হয় প্রেক্ষাগৃহ চত্বরে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রেবতী নামে ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের পুত্র শ্রী তেজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
হায়দরাবাদের (Hyderabad) আরটিসি ক্রস রোডে অবস্থিত সন্ধ্যা ৭০ এমএম থিয়েটার। প্রিয় তারকা অল্লু অর্জুনকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমান তাঁর বহু ভক্ত। স্বামী ভাস্কর, ছেলে শ্রী তেজ এবং মেয়ে সনভিকার (৭) সঙ্গে যান দিলসুখ নগরের রেবতীও। রাত ১০.৩০ নাগাদ অর্জুন আসতেই তাঁকে এক ঝলক দেখার জন্য পাগলের মতো ভক্তরা ছুটতে থাকে। ভিড়ের চাপে অচেতন হয়ে যান রেবতী ও তাঁর ছেলে।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে ‘ব্রাত্য’ বাংলাদেশ, চলবে না বাংলাদেশি ছবি
দুজনকে দ্রুত দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে রেবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় শ্রী তেজকে বেগামপেটের কেআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ের পর কড়া পুলিশি নিরাপত্তায় এলাকা থেকে বেরিয়ে যান অল্লু অর্জুন। গাড়ির সানরুফ থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি, এবং রাস্তা খালি করে দেওয়ার অনুরোধ জানান।
দেখুন অন্য খবর:
The post অল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ে মৃত এক মহিলা first appeared on KolkataTV.
The post অল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ে মৃত এক মহিলা appeared first on KolkataTV.