দক্ষিণ ২৪ পরগণা: নভেম্বরেই প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিকের জন্য মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। তবে, মাথাপিছু মাত্র ৭৫ পয়সা বৃদ্ধি করায়, তা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছিল শিক্ষা মহলে। আর এবার কেন্দ্রের এই মিড-ডে মিল প্রকল্পকে ঘিরে এক নতুন বিতর্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অভিযোগ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্কুলে পিএম পোষন প্রকল্পের আওতায় মিড-ডে মিল প্রকল্প চলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই। এমনই তথ্য এসেছে স্কুল শিক্ষা দফতরের হাতে। তাই যেসব স্কুল এখনও মিড-ডে মিলের জন্য এসএনএ অ্যাকাউন্ট বা সিঙ্গেল নোডাল এজেন্সি জিরো ব্যালেন্স একাউন্ট খোলেনি, সেইসব স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে একাউন্ট খোলার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন: মাঝরাতে গ্রামে ঢুকল বুনো হাতির দল, তারপর যা হল! জেনে নিন
এই মর্মে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে চিঠি দিয়েছেন রাজ্যের পিএম পোশন প্রকল্পের অধিকর্তা। ভবিষ্যতে মিড-ডে মিলের জন্য ওই সব স্কুলে অর্থ প্রদানে সমস্যা হতে পারে সেই আশঙ্কা থেকে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে, প্রশাসনের মদত ছাড়া এমন কাজ সম্ভব নয়। জেলা পরিদর্শক বলেন, “সমস্ত স্কুলের পিএম পোষণ অ্যাকাউন্টগুলিকে সক্রিয় রাখা এবং আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করার নির্দেশ মিলেছে, তাই সেই ভাবে পরবর্তী কালে কাজ করা হবে, যাতে কাজের স্বচ্ছতা বজায় থাকে। নির্দেশের বাইরে কোনও কিছুই যাতে না হয়, বা যদি হয়ে থাকে, তা নিয়ে আলোচনা করতে হবে।”
দেখুন আরও খবর:
The post স্কুলের অ্যাকাউন্ট ছাড়াই ঢুকছে মিড-ডে মিলের টাকা, কোথায়? first appeared on KolkataTV.
The post স্কুলের অ্যাকাউন্ট ছাড়াই ঢুকছে মিড-ডে মিলের টাকা, কোথায়? appeared first on KolkataTV.