ওয়েব ডেস্ক: আজ সোমবার। ২৮ জুলাই। সপ্তাহের প্রথমদিন। পাশাপাশি, শ্রাবণ মাসের তৃতীয় শিবের বার। রাশিফলে (Rashifal update) বলা হয়েছে কিছু রাশির জন্য বিশেষভাবেই সৌভাগ্য, সম্মান ও আর্থিক অগ্রগতি অপেক্ষা করছে। আপনার রাশির আপডেট (Aajker Rashifal) কী? জানুন সবিস্তারে…।
মেষ: আত্মবিশ্বাস বেড়ে যায়, কথোপকথনে স্পষ্টতা আসবে; কাজে নতুন সুযোগের সম্ভাবনা।
বৃষ: ধীরে চলুন, অর্থ ও সম্পর্ক দুটোই স্থায়িত্বের দিকে যায়; ব্যবসায় প্রফুল্লতা।
মিথুন: ভাবনা স্পষ্ট, অর্থনৈতিক সুবিধার সম্ভাবনা; সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়বে।
কর্কট: যত্নশীল মনোভাব স্বাচ্ছন্দ্য দেবে; ঘর‑পরিবার ও সম্পর্ক শক্তিশালী হবে; অর্থ লাভের সুযোগ।
সিংহ: জোরালো উপস্থিতি, নেতৃত্বের সম্ভাবনা; ভাবনাগত নির্ণয় ও সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: কেমন যাবে আপনার আজকের দিন?
কন্যা: পরিকল্পনা ও শিক্ষার সুযোগ; সৃজনশীল অনুধাবন ও সংযোগ বাড়বে।
তুলা: কূটনীতিক দক্ষতা বৃদ্ধি পাবে; সহহৃদয় যোগাযোগ ও যৌথ উদ্যোগে সফলতা।
বৃশ্চিক: গভীর আত্মদর্শন ও সম্পর্কের ইন্টিমেসি বৃদ্ধি; বিনিয়োগে সতর্কতা জরুরি।
ধনু: নতুন শিখন ও বন্ধুত্ব বৃদ্ধি; ভাবনাপ্রবাহে স্বচ্ছতা আসবে।
মকর: কর্মক্ষেত্রে দায়িত্ব, এবং সৃজনশীল উন্নতির সময়; ব্যয় সংযম দরকার।
কুম্ভ: নিজেকে প্রকাশের সময়, সৃজনশীল অংশীদারিত্ব বাড়বে; মানসিক বিশ্রাম জরুরি।
মীন: সৃজনশীলতা ও কার্যকারিতায় বৃদ্ধি; সম্পর্ক ও অগ্রগতিতে সামঞ্জস্য সম্মান বাড়াবে ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর: