২০২৫ সালের অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) পড়েছে ৩০ এপ্রিল বুধবার। এই তারিখটিতে চন্দ্র-সৌর হিন্দু পঞ্জিকা অনুসারে নির্ধারিত হয় এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথির (চন্দ্র তিথি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হিন্দু সনাতন ধর্মে (Hindu Sanatana Dharma) অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ তিথি বলে গণ্য করা হয়। এই দিনে কোনও শুভ কাজ কল্যাণ ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়।
বিভিন্ন স্থানে এটি “অখা তিজ” বা “যুগাদিতিথি” নামেও পরিচিত। এই দিনে মা লক্ষ্মীর পুজো ও আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে গয়না কেনার একটি রীতি রয়েছে। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ায় দান, পূণ্যকর্মের (Good Deeds) একটি আলাদা গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়া এই তিনরাশির জীবনে সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে-
আরও পড়ুন- গুরু আর চন্দ্রের যুতিতে তৈরি হবে গজকেশরী যোগ, তিন রাশির আর্থিক শ্রী বৃদ্ধি
বৃষ রাশি:
সৌভাগ্যের সূচনা। আর্থিক পরিস্থিতির বড়সড় পরিবর্তন। দুহাতে টাকা রোজগার করবে এই রাশির জাতক-জাতিকারা। সমাজে সুনাম বাড়বে। কেরিয়ারের জন্য সময় ভালো। সমাজে সম্মান, সুনাম বাড়বে।
কর্কট রাশি:
জীবন পুরো বদলে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। দাম্পত্য সুখ বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। মন খুশিতে ভরা থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের প্রত্যাশিত সংস্থায় কর্মলাভ। আর্থিক ভাগ্য খুব ভালো। ব্যবসায়ীরাও লাভবান হবেন।
তুলা রাশি:
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সব দিক দিয়ে। পারিবারিক জীবন সুখে ভরে উঠবে। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আর্থিক শ্রী বৃদ্ধি। বিভিন্ন ভাবে ধনাগম হবে। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ীদের কাজে সাফল্য। ধন-সম্পত্তি ক্রয় করবেন। অপ্রত্যাশিত প্রাপ্তি।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।