ওয়েবডেস্ক- বৃহস্পতি ও শুক্রের সংসপ্তক যোগ (Conjunction Of Jupiter And Venus) পরিবর্তন আনবে জাতক-জাতিকাদের জীবনে। প্রেমের (Love) জোয়ারে ভাসবে এই তিন রাশি (Horoscope)। উন্নতি হবে কেরিয়ারেও (Career)। এই বছর বৃহস্পতি গ্রহ তীব্র গতিতে ঘুরবে, দ্বিগুণ গতিতে ছয় মাস একটি রাশির এই রাশিতে পরিভ্রমণ করবে। এই বছর বৃহস্পতি মিথুন তারপর কর্কট ও পরে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে।
মিথুন: সম সপ্তক যোগের কারণে, মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারে সমর্থন পাবে। অভূতপূর্ব হবে। জীবনে যে স্বপ্নগুলি দেখেছিলেন এবার সেগুলি পূরণ হবে। শিক্ষার্থীরা খুব ভালো ফল পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। জীবনে নতুন প্রেম আসবে, আর যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের বন্ধন আরও দৃঢ় হবে। ভ্রমণের যোগ রয়েছে।
আরও পড়ুন- বুধের অস্তমিত দশা, এই ৬ রাশির জন্য চ্যালেঞ্জ
সিংহ: সম সপ্তক যোগ এই রাশির জীবনে শুভ ফল দেবে। সব দিক দিয়েই অপরিসীম সাফল্য পাবেন। প্রেমের জোয়ারে ভাসবে এই রাশি। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। ভাই বোনেদের মধ্যে সম্পর্কের উন্নতি। জীবনে চলার পথ বেশ সহজ হয়ে যাবে। গুরুজনদের পরামর্শ পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়ার সুযোগ পেতে পারেন।
তুলা: সমসপ্তক যোগ খুবই খুবই সুখের সময় নিয়ে আসবে এই রাশির জাতক জাতিকাদের। নতুন ব্যবসা শুরু করার শুভ সময়। চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন। যারা চাকুরিরত তাদের পদোন্নতি, আর্থিক সাফল্য। কর্মক্ষেত্রে উন্নতি। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অর্থ উপার্জনের পথ খুলে যাবে। মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে। ভ্রমণের সুযোগ আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।