জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে রাশিতে শুক্র ও শনিদেবের অবস্থান বহু রাশির (Horoscope) জীবনে ভাগ্যের উন্মেষ ঘটাবে। একটি রাশিতে থেকে শনিদেব আর শুক্রদেব দুজনেই তৈরি করছেন যুতি। ৩০ মে পর্যন্ত এই দুই গ্রহই একই রাশিতে অবস্থান করবে। ফলে ১২টি রাশিতেই (Zodiac Sign) এর প্রভাব পড়তে চলেছে।
মেষ
জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যদি কোনও নতুন কাজ আপনি শুরু করতে চলেছেন, তাহলে সেখানে ভাগ্য আপনার সাথ দেবে। আপনি আপনার কাজের দিক দিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। জীবন সাফল্যে ভরে উঠবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। পদোন্নতি। যারা নতুন কাজ খুঁজছেন তাদের সেই উদ্যোগ সফল হবে। পরিবারে সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রেম জীবনে আনন্দের সঞ্চার। শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে।
আরও পড়ুন- কৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?
মিথুন
কর্মজীবনে অভূতপূর্ব উন্নতি। মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও শারীরিক সমস্যায় দীর্ঘ দিন কষ্ট পেলে মুক্তি পাবেন। ব্যবসায় সাফল্য। শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। এই সময়টা বেশ ফূর্তিতে কাটবে। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। হঠাৎ করে প্রাপ্তি যোগ। বিবাহের কথাবার্তা পরিণতির দিকে এগোতে পারে।
সিংহ
ভাগ্য আপনার সাথ দেবে। এত দিন যে মানসিক কষ্টতে ভুগছিলেন, এবার অনেকটাই চিন্তা মুক্তি হবে। জীব নে প্রশান্তির বাতাবরণ তৈরি হবে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি। কর্মক্ষেত্রের নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। বেতন বাড়বে। ব্যবসায় সাফল্য। প্রেম জীবনে আসবে মাধুর্য। শান্তি তৈরি হবে। আর্থিক উন্নতি। বাহন ক্রয় করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।