ওয়েব ডেস্ক: আবার একবার রাশিচক্রে চরম রূপে প্রভাব বিস্তার করতে চলেছে রাহু ও কেতু। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ১৮ মে বিকেল ৪:৩০ মিনিটে রাহু ( Rahu ) কুম্ভ ( Aquarius ) রাশিতে প্রবেশ করবে এবং কেতু অবস্থান নেবে সিংহ (Lio) রাশিতে। এই ছায়া গ্রহ দুটির গোচর অনেকের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—শারীরিক, মানসিক, আর্থিক ও পারিবারিক জীবনে। মানা হয়, রাহু-কেতুর পরিবর্তন অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় এবং তা জীবনের নানা ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে।
রাহু-কেতুকে কেন বলা হয় ‘পাপ গ্রহ’?
জ্যোতিষ মতে, রাহু ও কেতু কোনো দৃশ্যমান গ্রহ নয়—এরা ছায়া গ্রহ, যাদের নিজস্ব আলো নেই। তারা চন্দ্রের উত্তর ও দক্ষিণ নক্ষত্রবিন্দু। নিজের প্রভাব না থাকলেও, অন্য গ্রহের শক্তি গ্রহণ করে প্রবল প্রভাব ফেলতে পারে জীবনের উপর। এই কারণেই রাহু ও কেতুর স্থান পরিবর্তনকে গুরুতর মনে করা হয়।
আরও পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর কেতুর সিংহ রাশিতে প্রবেশ, তিন রাশির জীবনে উন্নতি
রাহু-কেতুর প্রভাবে কী কী সমস্যার আশঙ্কা?
* মানসিক চাপ: উদ্বেগ, বিষণ্নতা এবং মানসিক অস্থিরতা বাড়তে পারে।
* আর্থিক সমস্যা: বাজেট বিঘ্ন, অর্থ সাশ্রয়ে সমস্যা এবং কর্মস্থলে বাধা আসতে পারে।
* স্বাস্থ্য সমস্যা: হজমের গণ্ডগোল, হৃদরোগ ও শারীরিক দুর্বলতার সম্ভাবনা।
* কর্মে বাধা: প্রচেষ্টা সত্ত্বেও কাজের সাফল্য নাও মিলতে পারে, পদোন্নতি আটকে যেতে পারে।
* সম্পর্কে টানাপোড়েন: দাম্পত্য কলহ, বন্ধুত্বে ভাঙন এবং পারিবারিক বিরোধ হতে পারে।
উপায় ও প্রতিকার কী হতে পারে?
* মন্ত্র ও পূজা : রাহু ও কেতুর বিশেষ মন্ত্র জপ ও পূজা করে শান্তি আনা সম্ভব।
* রত্ন ধারণ : রাহুর জন্য গোমেদ, কেতুর জন্য রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে জ্যোতিষ পরামর্শ অনুযায়ী।
* ধ্যান ও যোগ: মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান ও যোগব্যায়াম সহায়ক হতে পারে।
* জ্যোতিষীর পরামর্শ: জন্মছকের ভিত্তিতে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে প্রতিকার জেনে নেওয়া উচিত।
রাশিফল অনুযায়ী বিশেষ সাবধানতা—কে কী সমস্যায় পড়তে পারেন?
* মেষ : বাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা, অর্থ ফেরত পেতে সমস্যা।
* মিথুন : পরিবারে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পাবে।
* সিংহ: পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, দাম্পত্য জীবনে অশান্তি।
* কন্যা : প্রচুর পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা; প্রেমে বারবার বাধা।
* মীন : লক্ষ্য পূরণে দ্বিগুণ পরিশ্রম করতে হতে পারে।
এই পরিবর্তনের সময় নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখুন ও প্রয়োজনে উপযুক্ত প্রতিকার গ্রহণ করুন। কারণ, ছায়া গ্রহের প্রভাব যেমন তীব্র, তেমনই সতর্কতা মেনে চললে অনেক সমস্যাই এড়ানো সম্ভব।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর: