জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। সৌর জগতে বৃহস্পতি যেমন একটি গ্রহ আবার বেদে এবং পুরাণে এই বৃহস্পতি একজন দেবতা রূপে বর্ণিত হয়েছে। বৃহস্পতি একজন দেবগুরু। সব মিলিয়ে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি একটি বর্ণময় ও গুরুত্বপূর্ণ চরিত্র।
বর্তমানে গুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন। তবে শুক্রের রাশি থেকে মে মাসেই বেরিয়ে যাবেন দেবগুরু। ফলে ১২ বছরে একই রাশিতে ফের আসছেন দেবগুরু। ১৪ মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি (conjunction of Jupiter and Moon) । ২৮ মে চন্দ্র দুপুর ১ টা ২৬ মিনিটে মিথুনে প্রবেশ করবেন। গুরু আর চন্দ্রের যুতিতে তৈরি হবে গজকেশরী যোগ (conjunction of Jupiter and Moon)। যা ৫৪ ঘণ্টা চলবে ৩০ মে পর্যন্ত। এই গোচরের ফলে তিন রাশি লাভবান হবেন।
মিথুন-
নানান দিক দিয়ে সৌভাগ্য লাভ। ভাগ্য উদয়। জীবনে প্রশান্তি। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। গুরু, চন্দ্রের যুতি আপনাকে দেবে সুফল। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। দীর্ঘ দিন ধরে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ। জীবন খুশিতে ভরে যাবে। জীবনে চলার পথে অনেক অনেক নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার।
আরও পড়ুন- শুক্র ও শনিদেবের অবস্থান এই তিন রাশির জীবন পালটে দেবে
কন্যা-
শিক্ষার্থীদের জন্য সময় ভালো। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা এতদিন ধরে কাজের চেষ্টা করছিলেন, তাদের সেই স্বপ্ন সফল হবে। সম্পত্তি, ক্রয় গাড়ি, জমি ক্রয় করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার। অবিবাহিতদের জীবনে বিবাহের প্রস্তাব আসবে। আয়ের নতুন দুয়ার খুলে যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায় উন্নতি। গুরুজনের পরামর্শে সৌভাগ্য বৃদ্ধি। ভ্রমণের পরিকল্পনা সফল হবে।
ধনু-
জাতক জাতিকাদের জীবনে ভাগ্য উদয়। সৌভাগ্যের সূচনা। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি। আর্থিক সৌভাগ্য লাভ। পৈতৃক সূত্রে লাভবান হতে পারেন। কাজের সূত্রে দূর যাত্রা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। বেতন বাড়বে। শরীর স্বাস্থ্য ভালো যাবে। মাঙ্গিলক কাজে অংশ নিতে পারবেন। শ্বশুরবাড়ির দিক থেকে লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আমদানির নতুন মাধ্যম খুলতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।