ওয়েবডেস্ক: প্রতি মুহূর্তে গ্রহ তার রাশি ( Astrology) পরিবর্তন করে চলেছে। তার প্রভাব পড়ছে মানব জীবনে। কখনও কোনও গ্রহ কোনও রাশিতে দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়, আবার কোনও সময় স্বল্পদিনের জন্য অবস্থান করে।
দীর্ঘ হোক বা স্বল্প জাতক-জাতিকাদের (Zodiac Sign) জীবনে তার প্রভাব পড়ে। শনিদেব (Shanideb) ও রাহুদেবের (Rahu Dev) যুতি খুব গুরুত্বপূর্ণ। গ্রহ রাহু,মীন রাশিতে আপাতত অবস্থান করছে। সেই রাশিতে ২৯ এপ্রিল চলে যাবে শনিদেব। যার ফলে এই দুই গ্রহের যুতি তৈরি হচ্ছে। সব রাশির উপর প্রভাব পড়লেও লাকি হবে এই তিন রাশি।
মিথুন-
এই যুতি আপনার রাশিতে শুভ ভাব নিয়ে আসছে। বিশেষ করে এই যুতি আপনার রাশিতে কর্মস্থানে নয়া যোগ তৈরি হবে। কর্মে পদোন্নতি, ব্যবসায় সাফল্যের যোগ। আর্থিক উন্নতি। কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন। চাকরিতে কোনও বড় বদল হতে পারে। কর্মক্ষেত্রে অনেক নয়া সুযোগ আসবে। জীবনে ছোট্ট কোনও উদ্যোগ বড় সাফল্য এনে দেবে।
আরও পড়ুন- কৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?
তুলা-
রাহু আর শনির যুতি আপনার জীবনে সাফল্য এনে দেবে। সুখে ভরে উঠবে আপনার জীবন। আর্থিক উন্নতি। কর্মে বিদেশ যাত্রা। আয়ের রাস্তা প্রশস্ত হবে। অপ্রত্যাশিত প্রাপ্তি। গুরুজনদের আশীর্বাদ পাবেন। দাম্পত্য জীবন সুখের। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বহু কাজে সিদ্ধি লাভ করবেন।
ধনু-
অভাবনীয় সাফল্য। চাকরি ও ব্যবসায় পদোন্নতি। এই সময় প্রচুর সদর্থক বার্তা আসবে আপনার জীবনে। প্রচুর দুর্লভ যোগ তৈরি হবে। আপনার ব্যবসা থাকে, তাহলে লাভবান হবেন। গাড়ি, বাড়ি কেনার শখ থাকলে তা পূরণ হবে। কোন আজ এতদিন আটকে থাকলে এবার সব বাধা দূর হবে। দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। অবিবাহিতদের বিয়ের কথা বার্তা চলতে পারে। মানসিক প্রশান্তি লাভ করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।