আজ ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) । লক্ষ্মী মাতার আশীর্বাদে তিনরাশির ভাগ্যে বিশাল অর্থপ্রাপ্তি ও সৌভাগ্য লাভ। বিরল অক্ষয় যোগের (Akshaya Yoga) কারণে তৈরি হবে গজকেশরী যোগ (Gajakesari Yoga)। জ্যোতিষ শাস্ত্রে (Horoscope) ২৪ বছর পর এমন দুর্লভ মুহূর্তের (Auspicious day) সমন্বয় ঘটতে চলেছে।
মেষ রাশি- খ্যাতির চূড়ায় উঠবে এই রাশি। অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসবে। এই আপনারা প্রচুর অর্থ রোজগার। মা লক্ষ্মীর কৃপা পাবেন। সংসার ফুলে ফেঁপে উঠবে। কর্মক্ষেত্রের বিপুল উন্নতির যোগ। পদোন্নতি, বেতন বৃদ্ধি। ব্যবসায় লাভের মুখ দেখবে। যদি কেউ নতুন শুরু করতে চায় তাহলে এটি আদর্শ সময়। পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন- অক্ষয় তৃতীয়ায় প্রচুর অর্থলাভের যোগ!
সিংহ রাশি- ভাগ্য সুপ্রসন্ন। আপনার জীবনে অভাবনীয় সাফল্য আসবে। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। একাধিক উপায়ে ধনাগম। সাফল্য, সম্মান, সুনাম আপনার দরজায় কড়া নাড়ছে। আটকে থাকা কাজগুলি এবার পূর্ণতা পাবে। সরকারি চাকরি লাভের যোগ। চাকরি সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। ব্যবসায় অভাবনীয় লাভ। বাড়িতে পারিবারিক শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার।
ধনু রাশি- ধনু রাশির (rashi) জাতক-জাতিকারা সুখের মুখ দেখবেন। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি। আইনি জটিলতা থাকলে সেটি থেকে রেহাই মিলবে। ব্যবসায় লাভ। মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনার জীবনে। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য। বিদেশে চাকরির যোগও দেখা দেবে। অপ্রত্যাশিত প্রাপ্তি। ধন সম্পত্তি বৃদ্ধি পাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।