শুরু হচ্ছে বুধের গোচর (Mercury transit) । এর ফলে অনেক রাশির জীবনে ভাগ্যের চাকা (Zodiac Cycle) ঘুরতে। আর্থিক শ্রীবৃদ্ধি হবে। কর্মজীবনে উন্নতি হবে। ২১ মে, বুধবার রাত ১০ টা ২৩ মিনিটে কৃত্তিতা নক্ষত্রে বুধের গোচর ঘটবে। তিন রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
বৃষ- এই রাশির জাতক-জাতিকদের জীবনে শুভ সময় আসতে চলেছে। আর্থিক উন্নতি। কর্মক্ষেত্রে পদোন্নতি। যারা চাকরি খুঁজছিলেন, তারা তাদের মনের আশা পূরণ হবে। ব্যবসায়ীদের উন্নতি। শিক্ষার্থীদের জীবনে শুভ ফল দেবে।
আরও পড়ুন- রাহু আর কেতুর রাশি পরিবর্তনে এই তিন রাশির ভাগ্যে বড় কিছু অপেক্ষা করছে
সিংহ: বুধের গোচর এই রাশির জাতক- জাতিকাদের শুভ ফল প্রদান করবে। আয় বৃদ্ধি করবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায় হঠাৎ করে লাভ হবে। অপ্রত্যাশিতভাবে ভাবে আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন। নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন। সম্মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, সূর্যের নক্ষত্রে বুধের গোচরের ইতিবাচক প্রভাব ফেলবে। আর্থিক উন্নতি। কর্মজীবী মানুষের আরও পদোনতি। সংসারে শ্রীবৃদ্ধি। আপনি আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় আপনি আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।