জ্যোতিষ শাস্ত্রে (Horoscope) কেতু (Ketu) আর রাহুর আলাদা মাহাত্ম্য রয়েছে। পুরাণ মতে রাহু ও কেতু আসলে ভিন্ন নয় একই শরীরের দুটি পৃথক অংশ। এই দুই অংশ গ্রহ হিসেবে আবর্তিত হচ্ছে সৌর জগতে। রাহু আর কেতু, এই দুই গ্রহ দেড় বছর পর রাশি পরিবর্তন করে থাকে। ১৮ মে কেতু গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। দীর্ঘ ১৮ বছর অপেক্ষার কেতুর প্রবেশ জ্যোতিষশাস্ত্রে (Astrology) উল্লেখযোগ্য পরিবর্তন আনবে তিন রাশির জীবনে।
বৃষ
ছায়া গ্রহ কেতুর গোচর আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। যেকোনও অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। সব দিক দিয়ে ভাগ্য আপনার সহায় হবে। আর্থিক ক্ষেত্র ভালো। চাকরি ক্ষেত্রে সুনাম বৃদ্ধি। শিক্ষার্থীদের জন্য এই সময় বিশেষ শুভ। ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। নতুন বাহন ক্রয় করতে পারেন। ভ্রমণের ইচ্ছে সফল হতে পারে।
আরও পড়ুন- মে মাসের প্রথম সপ্তাহে সোনালি সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা
বৃশ্চিক
এই গোচরের আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। যারা বেকার তারা প্রত্যাশিত জায়গায় চাকরি পেতে পারেন। আর্থিক শ্রী বৃদ্ধি। ব্যবসায়ীরা লাভবান হবেন। নয়া ব্যবসা শুরু করতে করতে পারেন। পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
ধনু
কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি। চাকরিতে ভালো পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কেতুর এই গোচর, আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। সংসারে শ্রী বৃদ্ধি। জীবনের সকল বাধা দূর হবে। ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ভালো লাভ পাবেন। কাজের সূত্রে দূর যাত্রা হতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে। বিবাহিত জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।