ওয়েবডেস্ক- শনিদেবকে (Shanidev) জ্যোতিষ শাস্ত্রে (Astrology) ‘ন্যায়ের দেবতা’ বলে মনে করা হয়। জাতক/জাতিকাদের জীবনে এই গ্রহের গুরুত্ব রয়েছে। অনেকের শনিগ্রহকে ভয় পান। তবে শনি যখন বক্র অবস্থানে যান, তখন সেটা সব রাশির উপর আলাদা আলাদা প্রভাব ফেলে। কারও জন্য তা কষ্টকর হলেও, অনেকের জন্য শুভ ফল দেয়। শনি সবচেয়ে ধীর গ্রহ। শনি একটি নির্দিষ্ট সময় রাশি পরিবর্তন করে।
শনির বিপরীতমুখী গতি কিছু রাশির ওপর যেমন ইতিবাচক প্রভাব ফেলবে এবং কিছু রাশির জীবন সঙ্কটে পড়তে পারে। ১৩ জুলাই থেকে এই সময় শুরু, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন- বুদ্ধ পূর্ণিমায় বৃহস্পতি তুঙ্গে, তিন রাশির ভাগ্যের বড় পরিবর্তন
শনির শুভ ফল পেতে চলেছে কোন রাশি-মেষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। প্রতিগামী শনির প্রভাবের কারণে, এই রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি, ব্যবসায় লাভ, নতুন কর্মপ্রাপ্তি, কর্মে পদোন্নতির যোগ রয়েছে। অপ্রত্যাশিত ধনলাভ। পেশাগত জীবনে সাফল্য, মান সম্মান বৃদ্ধি। সমাজে পরিচিতি লাভ।
অন্যদিকে শনির প্রতিগামী প্রভাব বৃষ, মিথুন, তুলা এবং মকর রাশির জাতকদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক সমস্যা আসতে পারে। বিশেষ করে কর্মজীবন ও ব্যবসার দিকে অধিক মনোযোগ দেওয়া প্রয়োজন। যে কোনও ধরণের ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যে কোনও ধরণের বিনিয়োগ এড়িয়ে চলতে হবে, না হলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই মানসিক প্রশান্তি বিঘ্নিত হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।