তৈরি হয়েছে জোড়া রাজযোগ (Jora Rajyoga )। এই রাজযোগের প্রভাব সমস্ত রাশির (Horoscope) উপর পড়লেও বিশেষ করে লাভবান হবে এই তিন রাশির। মীন রাশিতে আগে থেকেই শুক্র এবং বুধ গ্রহ অবস্থান করছেন। যার ফলে শুক্রাদিত্য (Shukraditya) এবং বুধাদিত্য (Buddhaditya) জোড়া রাজযোগ (Jora Rajyoga) তৈরি হবে।
কুম্ভ- এই রাশির দ্বিতীয় অবস্থান করছে এই রাজযোগ। সাফল্যের মুখ দেখছে, সুখ শান্তিতে ভরে উঠবে জীবন। শনিদেবের কৃপায় আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। পদোন্নতি, সঙ্গে নতুন চাকরির যোগ। ব্যবসায় সাফল্য, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শারীরিক সমস্যার সমাধান। বিবাহের যোগ তৈরি। যারা বিবাহিত তাদের জীবন সুখে ভরে উঠবে। সন্তানলাভে আশার পূর্ণ হতে পারে। প্রেম জীবনের সাফল্য। শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুভ।
আরও পড়ুন- এপ্রিলেই ধনী হবে ছয় রাশির জাতক, জানুন রাশিফলের বিস্তারিত আপডেট
মিথুন- কর্মভাবে রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। চাকরিতে পদোন্নতি, সাফল্য, যশ-নাম-খ্যাতি। বিদেশে ভ্রমণের যোগ। ব্যবসায় সাফল্য। বিবাহিত জীবন সুখের। গুরুজনদের আশীর্বাদ লাভ। সম্পত্তি ক্রয়। প্রেম জীবনে সাফল্য। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ বাড়বে। গৃহে কোনও পারিবারিক শুভ অনুষ্ঠান। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ। অপ্রত্যাশিত প্রাপ্তি।
মীন- রাজযোগ শুভ ফল দেবে এই রাশির জাতক/জাতিকাদের। কর্মজীবনে অভাবনীয় সাফল্য। কর্মসূত্রের বিদেশ যাত্রা। কোনও প্রতিষ্ঠিত সংস্থায় কর্মলাভ। শুক্র এই রাশিতে মালব্য যোগ তৈরি করতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তির অধিকারী হবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মচঞ্চল থাকবে আপনি গোটা সপ্তাহজুড়ে। আপনার ভিতরে পরিবর্তন আসবে, সেটি আপনি নিজেই বুঝতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।