Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
দেবীদুর্গা ‘দশভুজা’ নন, ‘দ্বিভুজা’ মঙ্গলচন্ডী বা অভয়া রূপে পূজিত হন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪:০৫ এম
  • / ৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

সঞ্জীব কুমার দাস, মেদিনীপুর: দেবী দুর্গা (Devi Durga) এখানে ‘দশভুজা’ নন, ‘দ্বিভুজা’ মঙ্গলচন্ডী বা অভয়া রূপে পূজিত হন। তিনি এখানে মহিষাসুরমর্দিনী রূপেও ধরা দেন না, তাই মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও সিংহ থাকলেও, মহিষাসুর থাকে না। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়। পাঁচদিন ধরে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়। মেদিনীপুর (Midnapore city) শহরের চিড়িমারসাই (Chirimarsai) এলাকার মুখার্জি (বা, ব্যানার্জি) বাড়ির পুজো এবার ৩০৬ বছরে পড়ল বলে জানান পরিবারের সদস্যরা।

জানা যায়, দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন জ্ঞানেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী সময়ে দুর্গাচরণ ব্যানার্জির এবং রাম ব্যানার্জির হাত ধরে এই পুজোর সুনাম ছাড়িয়ে পড়ে জেলাজুড়ে। তবে, রাম ব্যানার্জির পুত্র সন্তান না থাকায়, তাঁর পিসির বংশধরেরা গত ৫০-৬০ বছর ধরে পুজো করছেন।

তাঁরা যেহেতু মুখার্জি পরিবারের সন্তান, তাই একসময়ের ব্যানার্জি বাড়ির পুজো এখন মুখার্জি বাড়ির পুজো হিসেবেই জনপ্রিয়। পুজোর দায়িত্বে এখন আছেন পার্থপ্রতিম মুখোপাধ্যায়।

আরও পড়ুন-  চিল্কিগড় রাজবাড়ির কুলদেবী কনক দুর্গার পুজো

পুজোর জৌলুস কমলেও, এই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা কমেনি। পরিবারের সদস্যরা তো বটেই, স্থানীয় বাসিন্দারাও এই পুজোয় সামিল হন। পরিবারের সদস্য-সদস্যাদের কথায়, ষষ্ঠীতে বোধন এবং সপ্তমীর দিন হোম – যজ্ঞ শুরু হয়। চারদিন ধরে যজ্ঞ চলে। যজ্ঞের আগুন নেভে না। এখানে দুর্গা মা নিরস্ত্র। পুজোর পাঁচটা দিন নিরামিষ খাওয়ার রীতি রয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এই পুজো দেখতে আসেন।

গৃহকর্তা, পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘মা খুবই জাগ্রত। বাড়িতেই ঠাকুর তৈরি করা হয়। মাকে পাঁচ দিন ধরে নিরামিষ খাবার ও নানা ধরনের নৈবেদ্য নিবেদন করা হয়। সপ্তমীর দিন লাউয়ের ঘন্ট, অষ্টমীর দিন মোচার ঘন্ট ও নবমীতে ফুলকপি, বাঁধাকপি সহ পঞ্চব্যঞ্জন দেওয়া হয় দুর্গা মায়ের সামনে। নবমীর দিন হয় কুমারী পুজো।’

তিনি এও জানান, জাগ্রত এই মা প্রতি বছর দশমীর দিন সিঁদুরের থালার উপর রেখে যান কোন সংকেত। আর মায়ের সেই আশীর্বাদ-ধন্য সিঁদুর পাঠানো হয় বিদেশেও, আত্মীয়-পরিজনদের কাছে। আগে পুজোর সময় রথ বের করা হলেও, এখন আর তা সম্ভব হয়না!

পার্থপ্রতিম বাবুর দুই মেয়ে ও এক ছেলে। তাঁরা বলেন, স্বপ্নাদেশ অনুসারে সিংহের রঙ সাদা রাখা হয়। যা শান্তির বার্তা বহন করে। একইসঙ্গে রীতি অনুসারে অষ্টমীতে মা দুর্গার মায়ের নিচে রুপোর থালাতে সিঁদুর রাখা হয়। পরে দশমীর দিন সেই থালাতেই মা দুর্গা বিভিন্ন সংকেত দিয়ে যান।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বর্তমানে ব্যানার্জী পরিবারের সদস্যদের অনেকে বিদেশে থাকেন। ইংল্যান্ডেও মায়ের সিঁদুর পাঠানো হয়। এই পুজোতে কোনও বলি প্রথা নেই। পুজোর মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়।

মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, গনেশ ও কার্তিক ঠাকুরের হাতেও কোনও অস্ত্র থাকে না। বাড়ির পুরোহিত অজিত ভট্টাচার্য বলেন, “মহিষাসুরকে বধ করার পর মায়ের যে শান্তির রূপ তাই অভয়া বা মঙ্গলচন্ডী রূপে পুজো করা হয়। মা এখানে সংহারক নন, মাতৃরূপিনী। স্বর্গে ফিরে যাওয়ার আগে ভক্তদের আশীর্বাদ করে যান।”

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পুলিশকর্মীর ঘুষ মামলার তদন্ত নিয়ে অসন্তুষ্ট বিচারপতি, কী বললেন?
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বিদ্যুৎপৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু মামলা হাইকোর্টে, দেখুন বড় আপডেট
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সাঁকরাইলে ভুয়ো কাগজ দেখিয়ে ৪০০ একর জমি হাতানোর অভিযোগ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মহিলার অশ্লীল ছবি তোলার অভিযোগ! অভিযুক্তকে গনপিটুনি মহিলাদের
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সিজিও কমপ্লেক্সে এলেন চন্দ্রনাথ সিনহা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়! পুজোয় ওসিদের একগুচ্ছ নির্দেশ লালবাজারের কর্তাদের
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
হরিপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো উদ্বোধন করলেন রাইমা সেন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
দেবীদুর্গা ‘দশভুজা’ নন, ‘দ্বিভুজা’ মঙ্গলচন্ডী বা অভয়া রূপে পূজিত হন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মায়ের ভোগের থালায় মাছ-মাংসের পদ! ‘চক্রবর্তী মাস্টার বাড়ির’ দুর্গাপুজোয় বৈষ্ণব ও তান্ত্রিক মতের ছোঁয়া
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
অপারেশন সিঁদুরের সাফল্য, সিডিএস অনিল চৌহানের মেয়াদ বাড়ল
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
পর পর নিম্নচাপ! পুজোয় দুর্যোগের পূর্বাভাস
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোয় এই পাঁচ রাশির সৌভাগ্য বৃদ্ধি
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সরকারি হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ হয়ে কী বলল আদালত?
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
১১ জন ব্যাটিং করল, তাও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ!
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
জল ডুবে চালতাবাগানের পুজো মণ্ডপ, গলে গিয়েছে প্রতিমাও
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team