বারাবনি: আসানসোল লোকসভার বারাবনির একটি বুথে অনিয়মের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বিভিন্ন বুথে ভোট কাস্টিংয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ কমিশনের। আসানসোলের জেলাশাসককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বারাবনির বুথের অনিয়মের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে ওয়েব কাস্টিংয়ে নজরদারি করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।
বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে আরেকজন ভোট দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ভোটারের হয়ে ভোট দিতে দেখা যায় আরেক ব্যক্তিকে। ক্যামেরার সামনে গোটা বিষয়টি অস্বীকার করেন ওই ব্যক্তি। ঘটনার কথা স্বীকার করেননি প্রিসাইডিং অফিসারও। যদিও নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারকে। কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।
আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
সকাল থেকেই উত্তপ্ত আসানসোলের বারাবনি এলাকা। বারাবনির ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা সেখানে গেলে পুলিস তাঁকে ঢুকতে বাধা দেয়। পুলিসের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। বারাবনিতেই বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। ১৭৫ নম্বর বুথে অগ্নিমিত্রা গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। পুলিসের সামনেই তৃণমূলের হামলা, দাবি বিজেপির।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: ফের বোমা ফাটালেন দেবাংশু, হাঁসখালির ঘটনাকে লজ্জা, ‘অপরাধী’কে জল্লাদ সম্বোধন