বাঁকুড়া: সিপিএমের (CPM) যুব সংগঠনের দলীয় কার্যালয় যেন নাইট ক্লাব (Night Club)। দুই মহিলা কর্মীদের সঙ্গে তুমুল নাচ গানে মাতলেন দুই বাম যুব নেতা (Left Youth Leaders)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন(Kolkata Tv Online)।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, গানের তালে দুই যুব মহিলা কর্মীর সঙ্গে কোমর দুলিয়ে নাচ করছেন বাঁকুড়া (Bankura) জেলার দুই যুব নেতা। পিছনে রয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশন (Democratic Youth Federation) লেখা ফ্লেক্স। পাশে রয়েছে শহিদ যুব নেতা মইদুল মিদ্যার কাট আউট। বাঁকুড়ার ডিওয়াইএফআই (DYFI) কার্যালয়ের নাচের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে তুমুল শোড়গোল। যদিও ওই দুই যুব নেতা ভিডিওটিকে রাজনৈতিক উদ্যেশ্যে বিকৃত করা ভিডিও বলে দাবি করেছেন।
আরও পড়ুন: আর কয়েকঘণ্টার মধ্যে শুরু হবে প্রবল দুর্যোগ, কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, চটুল গানের তালে কোমর দুলিয়ে দুই মহিলা যুব কর্মীর সঙ্গে নাচ করছেন ডিওয়াইএফআই-র বাঁকুড়া জেলা নেতা অভীক মিশ্র ও শুভেন্দু মন্ডল। ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ডিওয়াইএফআই নেতা অভীক মিশ্র দাবি করেছেন, “তাঁদের সংগঠনে নাচ গান নিষিদ্ধ নয়। বিভিন্ন কর্মসূচীতে তা হয়েই থাকে। তবে তাঁর আরও দাবি, এমন চটুল গান বা নাচের সংস্কৃতি তাঁদের সংগঠনে নেই। এই ভিডিও-টি রাজনৈতিক উদ্যেশ্যে একটি চটুল গান যুক্ত করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। জেলা বাম যুব নেতৃত্বের তরফেও একই দাবি করা হয়েছে। অন্যদিকে, এই ভিডিও ভাইরাল হতেই বামেদের কালচার ধরা পড়েছে বলে কটাক্ষ তৃণমূলের।
ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল আর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্রকে ভিডিওতে দেখা গিয়েছে। ডিওয়াইএফআই-র রাজ্য কমিটির সম্মেলনের আগে এই ভিডিও প্রকাশ্যে আশায় সংগঠনের অন্দরেও শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি সুশান্ত ঘোষ থেকে শুরু করে বংশগোপাল চৌধুরী একের পর এক সিপিএম নেতার ভিডিও ভাইরাল হয়েছে। তারপর ওই দুই নেতার বিরুদ্ধে দলগতভাবে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার দুই ডিওয়াইএফআই জেলা নেতার ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।
দেখুন অন্য ভিডিও: