Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Tripura Civic Polls: ত্রিপুরায় পুনরায় নির্বাচনের দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ০৬:৩০:১৪ পিএম
  • / ৪২০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

আগরতলা: ত্রিপুরার পুরভোট  (Tripura Civic poll) নিয়ে এবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস । ঘাসফুলের অভিযোগ, আজকের পুরভোটে লাগামহীন সন্ত্রাস করেছে বিজেপি এমন অভিযোগে ফের ভোটের দাবি তুলেছে তারা । আগামী কাল সুপ্রিম কোর্টে এই দাবি নিয়েও যাওয়া হবে বলে জানিয়েছ ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব । শুধু, তৃণমূল নয়, ইতিমধ্যেই ভোট-সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বামেরাও ।

আজ ত্রিপুরা পুরভোটে সকাল থেকেই একের পর এক হিংসার খবর মিলেছে । তৃণমূল-সহ একাধিক দলের প্রার্থী আক্রান্ত হওয়ার খবরও মিলেছে । ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ । উঠে ছাপ্পা ভোটের অভিযোগেও । গুরুতর আহত অবস্থায় এক তৃণমূলের এক প্রার্থীকে কলকাতায় আনা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ।

এ দিন সন্ধেয় দলীয় নির্দেশে  তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আগরতলায় পৌঁছন৷ তিনি সেখানে বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র নেই তা আমরা প্রথম থেকেই বলেই আসছি৷ আমাদের প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন৷ সাধারণ মানুষ ভোট দিতে পারেননি৷ কারণ, সাধারণ মানুষ ভোট দিতে ক্ষমতা চলে যাচ্ছে বলে ভোট দিতে দেওয়া হয়নি৷ পুলিস কোথায় নিরপেক্ষ? তাঁরা তো পক্ষ নিয়েই ভোট করিয়েছে৷ নির্বাচন কমিশনও কোনও ভূমিকা পালন করিনি৷ আজকের ভোট থেকে এটুকু পরিষ্কার বিজেপি তৃণমূলের ভয়ে ভীত সন্ত্রস্ত৷ আজ বিজেপি যা করেছে, তাতে নিজেদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল বিজেপি৷ ’ রাজীবের আরও অভিযোগ, ‘বিজেপির গুণ্ডা বাহিনীর দ্বারা তৃণমূলের ৮ জনের বেশি প্রার্থী আক্রান্ত৷ আজকে তৃণমূল যা করেছে, তাতে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে৷ ’

পুরভোট শুরু হতেই ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এজেন্টদের মারধর, ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে বুথের বাইরে বিজেপির অবৈধ জমায়েত, কোনও কিছুই বাদ যায়নি। দিনভর হিংসা, হামলা, ভোটে বাধা নানান অভিযোগ ওঠে৷ বহু জায়গায় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হয়নি৷ সাধারণ মানুষকে ‘ভোট হয়ে গেছে, বাড়ি যান’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ বিজেপির গুণ্ডা বাহিনী এই সমস্ত করে৷ পুলিস-প্রশাসনকে সব জায়গায় খুঁজে পাওয়ানি৷ বহু জায়গায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে৷ ত্রিপুরার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির এমনটাই অভিযোগ৷

ত্রিপুরায় ভোট যে নির্বিঘ্নে মিটবে না, সেই আঁচ আগেই পেয়েছিল কমিশন। তাই, একদিন আগে রাজ্য নির্বাচন কমিশন ২০টি থানার ৬৪৪টি বুথের মধ্যে ৩৭০টি বুথকে অতিসংবেদনশীল হিসেবে চিহ্নিত করে। সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয় ২৭৪টি বুথ। এর মধ্যে আগরতলার সবক’‌টি বুথই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়। আগরতলা হাইকোর্টের নির্দেশে সেনসিবিলিটি ম্যাপিংয়ের পরই ওই ঘোষণা করে কমিশন।

আরও পড়ুন: Tripura Civic poll: রাতভর গন্ডগোল, ত্রিপুরায় ভোট শুরু হতেই হিংসা-মারামারি

এ দিন আমবাসার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আক্রান্ত হয়েছেন। বামেদের তরফে অভিযোগ করা হয়েছে, বিলোনিয়াতে সন্ত্রাস চালায় গেরুয়া শিবির। তিনটি অভিযোগও দায়ের হয়। আগরতলা পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল এজেন্টকে মারধর  করা হয়৷ তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হিংসার ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় আজ ত্রিপুরায় পুরভোট, আগরতলার সবক’টি বুথ সংবেদনশীল

ভোট না দিতে যাওয়ার কথা বলা হয় বলে অভিযোগ উঠেছে। আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনকুমার বিশ্বাস সহ আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ৪ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডে বুথের সামনে বিজেপি-র বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছিল। এসডিপিও-র নেতৃত্বাধীন পুলিস বাহিনী সেই জমায়েত হঠিয়ে দেয়।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

নিউ ইয়র্ক স্টোরে আইফোন লঞ্চ, ক্রেতাদের সঙ্গে দেখা করলেন টিম কুক
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আসানসোলে কারখানা থেকে চুরি দুর্গা প্রতিমার মুখ, ধৃত শ্রমিক
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ব্রাজিলে ডেঙ্গুর কবল থেকে বাঁচতে মশা নয়া উদ্যোগ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
পাঁচ রাশির জন্য অশুভ সংকেত, মহালয়ায় কাদের কপালে শনি নাচছে?
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন আজ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ওমানের বিরুদ্ধে লড়ে জিতল ভারত
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজোয় তেলেঙ্গাবাগান
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়া উপলক্ষে ব্লু ও গ্রিন লাইনে এবার আরও মেট্রো
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মোদির শান্তির বার্তার পরই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দ্রুত চার্জশিট দেওয়া হবে! রামপুরহাট হত্যাকাণ্ডে জানালেন পুলিশ সুপার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
কালিয়াগঞ্জ স্কুলপাড়ায় রক্তদান শিবির
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বালুরঘাটে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভ্যাল, কবে?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোয় পুলিশি নিরাপত্তা কেমন থাকবে? কী জানালেন জাভেদ শামীম?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সিদ্ধান্তে অনড় কুড়মি সমাজ, অবরোধ না করার আবেদন পুলিশের
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team