পূর্ব মেদিনীপুর: এবারে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন বিজেপির। ঘটনা কালিয়াচক তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির। জানা গিয়েছে, কালিয়াচক তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৪২। তাতে বিজেপি জয়লাভ করে ১১ টি আসনে, কংগ্রেস জয়লাভ করে ১৫টি আসনে, সিপিআইএম ১টি আসনে, তৃণমূল ১২টি আসনে এবং নির্দলেরা ৩টি আসনে জয়লাভ করে। এরমধ্যে সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে বিজেপির ৯ জন সদস্য তৃণমূলকে সমর্থন করে। বিজেপির বাকি ২ সদস্য ভোটাভুটিতে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, বিজেপির পাশাপাশি সিপিআইএম ও নির্দলেরাও তৃণমূলের নিরুপমা মন্ডল ঘোষকে সভাপতি হিসেবে সমর্থন করেন ও বিজেপির প্রিয়াংকা সরকার দাসকে সহ সভাপতি হিসেবে সমর্থন করেন তৃণমূলের সদস্যরা। এদিকে, বিরোধী আসনে থাকে কংগ্রেসের ১৫ জন সদস্য। ভোটাভুটি পর্বে নিরুপমা মণ্ডলকে ২৫ জন সমর্থন করে কালিয়াচক তিন নম্বর ব্লকের সভাপতি নির্বাচিত করা হয়। অন্যদিকে বিজেপির প্রিয়াংকা সরকার দাসকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: বিশ্বভারতীর ‘বদনাম’ করা হচ্ছে, প্রতিবাদে প্রতীকী অনশন উপাচার্যের
নবনির্বাচিত সভাপতি নিরুপমা মন্ডল ঘোষ বলেন, আজ আমি ২৫ জনের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছি। কিন্তু তৃণমূলের সদস্য ছাড়া আর কারা আমাকে সমর্থন করেছে তা বলতে পারবো না। অন্যদিকে বিজেপি নেতা তথা নবনির্বাচিত সহসভাপতির স্বামী শ্যাম দাস তৃণমূলকে সমর্থনের বিষয়টি স্বীকার করে নেন।
উল্লেখ্য, এর আগেও নিরুপমা মন্ডল ঘোষ কালিয়াচক তিন নম্বর ব্লকের সভাপতি ছিলেন, তখনও তাকে বিজেপি সদস্যরা সমর্থন করে সভাপতি নির্বাচিত করেন।