কলকাতা: সারদা চিটফান্ড নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলে বাম-কংগ্রেস এবং বিজেপি। বিভিন্ন আইনসভায় যা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে ঘাস ফুলের প্রতিনিধিদের। এবার সেই চিটফান্ড নিয়েই পালটা বিজেপি নেতাকে আক্রমণ করল তৃণমূল। তাও আবার বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
আলোচিত ব্যক্তি হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যিনি এক সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। হাত শিবিরের সদস্য থাকাকালীন তাঁর নাম জড়ায় চিটফান্ড কেলেঙ্কারিতে। সেই সময়ে তিনি অসমের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৬ সালে বিজেপি অসমের ক্ষমতা দখল করলে তাঁকে মন্ত্রী করা হয়। চলতি বছরে ফের অসমের ক্ষমতা গিয়েছে পদ্মের হাতে। এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুন- ঘুরে দাঁড়াতে ‘কফি হাউস’কে বিপুল অর্থ সাহায্য রাজ্যের
তৃতীয়বারের জন্য ফের পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেই উত্তর-পূর্ব রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল। ঘাস ফুল শিবিরের নেতানেত্রীরা নিত্যদিন যাচ্ছেন ত্রিপুরায়। অসমের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং কংগ্রেসের শীর্ষস্তরের নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। যাকে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতো অসম-ত্রিপুরায় আসবেন ততই আমাদের ভালো হবে। সেই কারণে আমরা তাঁকে(মমতা বন্দ্যপাধ্যায়কে) রেড কার্পেটে স্বাগত জানাব।”
যা নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। ঘাস ফুলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ‘সারদার অন্যতম নায়ক’ এবং ‘দলবদলু’ কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “সারদার অন্যতম নায়ক এবং বিজেপির দলবদলু নেতার জেনে রাখা দরকার যে তৃণমূল ত্রিপুরায় বিজেপি ভোট কাটতে যায়নি। ত্রিপুরার সাধারণ মানুষের সমর্থন নিয়েই ওই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করবে বিজেপি।”
আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যের মহকুমা শাসক কৃষকদের মাথা ফাটাতে বলছেন,ভাইরাল ভিডিও
এই বিষয়ে তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন সাংসদ শান্তনু। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে একার ক্ষমতায় ত্রিপুরার মসনদের দখল নেবে তৃণমূল। রেড কার্পেট প্রসঙ্গে শান্তনুবাবু বলেছেন, “অবশ্যই ত্রিপুরায় তৃণমূলকে রেড কার্পেটে স্বাগত জানানো হবে। কারণ ২০২৩ সালে ওই রাজ্যে তৃণমূলের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রীরা রেড কার্পেটের উপর দিয়ে যাবেন।”