নন্দীগ্রাম: নন্দীগ্রামে দলের নির্বাচিত সদস্যকে প্রধান না করে, বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান? নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূলের কার্য্যালয়ের সামনে সুফিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের অপর গোষ্ঠীর। সেখ সুফিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ নন্দীগ্রামে। শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক শেখ সুফিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শাহানওয়াজ আলী খান কে প্রধান করানোর জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু শেখ সুফিয়ান ও তার জামাই বিজেপির সঙ্গে যোগসাজস করে, বিজেপির জয়ী প্রার্থীদের সমর্থন নিয়ে প্রধান হয়েছে সেখ হাবিবুল । উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১২টি আসন পায় এবং বিজেপি ৬টি আসন পায়। বোর্ড গঠনের সময় দেখা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে শাহানওয়াজের নাম পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে দেখা যায় শেখ সুফিয়ানের জামাই সেখ হাবিবুল তার পক্ষে ৬জন সদস্যকে নিয়ে তার নাম প্রস্তাব করে। অপরদিকে শাহনাওয়াজের পক্ষে ৬ জন সদস্য থাকে। আর বিজেপির পক্ষে ৬ জন সমর্থক। ভোটাভুটির পরে দেখা যায় বিজেপির ৬টি ভোটের সমর্থন পেয়ে ১২ ভোটে সেখ হাবিবুল জয়ী হয়েছে। এবং তাই নিয়ে গতকাল থেকেই শেখ সুফিয়ান ও বিজেপির গোপন আঁতাত নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু আজ শেখ সুফিয়ান এবং বিজেপি আতাত নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।