কলকাতা: জল্পনার অবসান। সোমবার তৃণমূলে যোগ দিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল হাত ছেড়ে ঘাসফুলে নাম লেখাচ্ছেন প্রণব-পুত্র অভিজিৎ। সেই জল্পনার ইতি ঘটল। এ দিন বিকেল ৪টেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে যোগ দেওয়ার পরে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘এক কংগ্রেস ছেড়ে আর এক কংগ্রেসে যোগ দিয়েছি। বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমার বিশ্বাস, আগামী দিনে অন্যান্যদের সহযোগিতায় দেশে বিজেপিকে রুখে দেবেন মমতা৷ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা। পশ্চিমবঙ্গে আমরা বামেদের সঙ্গে লড়াই করছি। মানুষ নেয়নি। পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ মানুষ গ্রহণ করছেন। সিপিএম-কংগ্রেসের জোট ভুল।’
এ দিকে দাদা অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিতেই বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইট করেন। টুইটে একটাই শব্দ লেখেন তিনি, দু:খ।
SAD!!!
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 5, 2021
১০ জুন তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিতের ছবি প্রকাশ্যে আসতেই তাঁর দলবদলের জল্পনা ছড়ায়। সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে দেখা গিয়েছিল অভিজিৎকে।
২১ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে দেখা করেছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। ক্যামাক স্ট্রিটের অফিসে দু’জনে একান্তে কথাও বলেন। যদিও প্রণব-পুত্র বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান নিয়ে কথা হয়েছিল তাঁদের। সেদিনই বোঝা গিয়েছিল অভিজিৎবাবুর তৃণমূলে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা।
রাজনৈতিক মহলে জল্পনা, জঙ্গিপুর আসন থেকে অভিজিৎকে টিকিট দিতে পারে তৃণমূল। সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যু হওয়ায় জঙ্গিপুর আসনে ভোটদান স্থগিত রাখা হয়েছিল। এ বার সেই আসনে তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল। ২০১২ সালের লোকসভা উপনির্বাচন এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন অভিজিৎবাবু। তবে ২০১৯-এ হেরে যান তিনি।