কলকাতা: তৃণমূল থেকে বিজেপিতে(BJP) আসা নেতাদের নিয়ে রাজ্য নেতৃত্বকে প্রায়ই আক্রমণ করেন তথাগত রায়(Tathagata Ray)৷ কিন্ত, তারপরও দলবদলু নেতা ছাড়া কি রাজ্য বিজেপির গতি আছে? এই প্রশ্ন ফের একবার উঠতে শুরু করেছে৷ কারণ, আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে কমিটি গড়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তাতেই এই প্রশ্ন জোরাল হয়ে উঠেছে৷ পুরভোট পরিচালনার জন্য তৈরি কমিটিতে একাধিক তৃণমূল নেতা দায়িত্ব পেয়েছেন৷ অর্জুন সিং থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া কে নেই সেই কমিটিতে!
পুরভোটের কমিটিতে প্রাক্তন তৃণমূল নেতারা৷
কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকায় কবে পুরভোট হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না৷ তবে, প্রাথমিক ভাবে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শেষ হওয়ার পরেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। তার আগেই লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি৷ হাওড়া ও কলকাতা পুরসভার ভোট পরিচালনার জন্য বুধবার কমিটি গড়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ প্রাক্তন তৃণমূল নেতা তথা বারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্য সহ-সভাপতি অনিন্দ্য বন্দোপাধ্যায় এবং রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর পর্যবেক্ষণে নতুন পরিচালন কমিটি কাজ করবে।
আরও পড়ুন-২০১২ সালে বিরোধিতা করে ২০২১ নিজেই বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করলেন মোদি
প্রাক্তন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে কলকাতা পুরসভার পুরভোট পরিচালন কমিটির মাথায় রাখা হয়েছে। তুষারকান্তি ঘোষ, রুদ্রনীল ঘোষ, বিজয় ওঝা এবং বৈশালী ডালমিয়া-রা তাঁর সহযোগিতার জন্য থাকবেন। আর হাওড়া পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তাঁর সহযোগিতার জন্য মনোজ পান্ডে এবং সুপ্রীতি চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।