কলকাতা: বুধবার পুরভোটের প্রচারে প্রথম বার নেমেই বুঝিয়ে (Mamata Rally ) দিয়েছিলেন, বাংলার উন্নয়ন ছাড়া কোনও কিছুই তাঁর কাছে (KMC Election 2021) অগ্রাধিকার নয়। কাউন্সিলরদের কাজের রূপরেখা বেঁধে দেন। বুঝিয়ে দেন, কোনও রকম গাফিলতি সহ্য করা হবে না। আজ, বৃহস্পতিবার জোড়া সভা করার কথা মমতার (Mamata Rally)। প্রথম সভা বাঘাযতীনে।
বাঘাযতীনে কী বললেন তৃণমূল সুপ্রিমো
আরও পড়ুন: Mamata Banerjee: ২৪-এর মধ্যে বাড়ি বাড়ি জল, ঘোষণা মমতার