কলকাতা: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাঁধভাঙা উল্লাস কর্মী-সমর্থকদের। রবিবার সকাল থেকেই হাতে রঙ-বেরঙয়ের প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে তাঁরা ভিড় জমাতে ভিড় জমাতে থাকেন কালীঘাটে। পোস্টাল ব্যালটে মমতার এগিয়ে থাকার খবর আসতেই উল্লাস শুরু হয়ে যায়। এর পর প্রথম দু’রাউন্ডে মমতা লিড নেওয়ায় পর রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। আবীর খেলতে শুরু করে দেন কর্মী-সমর্থকরা।
কারোর হাতে ‘খেলা হবে’ লেখা পোস্টার, আবার কেউ গালে সবুজ আবির মেখে উৎসবে মেতেছেন। ঢাক-ঢোল বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়েন তাঁরা। একটা সময় পরিস্থিত সামাল দিতে পুলিশকেও রাস্তায় নামতে হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট থেকেই লিড নিতে শুরু করেছেন মমতা। ভবানীপুরে তৃতীয় রাউন্ডের শেষে ২৭৯৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় কর্মী-সমর্থকরা
ভবানীপুর কেন্দ্রে মমতার সঙ্গে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লড়াই হলেও উৎসুক কর্মী-সমর্থকরা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে স্লোগান দিতে থাকেন। ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’ স্লোগান দিতে দিতে ‘খেলা হবে’ গান বাজিয়ে সেলিব্রেশন চলছে কালীঘাটে।