চণ্ডীগড়: আগামী বছর ফেব্রুয়ারিতে পঞ্জাব বিধানসভার নির্বাচন। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করেছে৷ বাদ যায়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আপ৷ মঙ্গলবারই তিনি পঞ্জাব সফরে এসে রাজ্যের নারীদের ক্ষমতায়ানে একাধিক প্রতিশ্রুতি দিলেন৷ আসন্ন নির্বাচনে ক্ষমতায় এলে তার বাস্তব রুপ দেবেন বলে জানিয়েছেন৷
কেজরিওয়াল এদিন বলেন, ‘পঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠন করতে পারলে ১৮ ঊর্ধ্ব প্রত্যেক মহিলাকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে৷ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।’ একই পরিবারের তিনজন মহিলাও সেই সুযোগ পাবেন৷ বয়স্ক মায়েদের বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ন্যায় টাকা দেওয়া হবে৷
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’৷ এই প্রকল্পের আদলে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পঞ্জাবের মহিলাদের টাকা দিতে চান বলে জানিয়েছেন৷ আর একারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন কেজরিওয়াল৷ কারণ, মমতার মতো তিনিও প্রতিশ্রুতি রাখলে পঞ্জাবের মহিলা উপকৃত হবেন৷
আরও পড়ুন- যুব তৃণমূল নেতা খুনে অধরা মূল অভিযুক্তরা, থানা ঘেরাও স্থানীয়দের
পঞ্জাবের স্কুল শিক্ষিকাদের অধিকাংশ অস্থায়ী চাকরি৷ বেতনও যথসামান্য৷ সেখানে আপ সরকার গড়লে তা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেন কেজরিওয়াল৷