বাঁকুড়া: পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা পেতে তৃণমূলের দুই জয়ী প্রার্থী-সহ তিনজনকে অপহরণ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তারপরেই বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয় থেকে উদ্ধার করা হয় ওই তিনজনকে। যদিও প্রার্থী অপহরণের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বাঁকুড়ার ওন্দা ব্লকের ঘটনা।
বাঁকুড়ার ওন্দা ব্লকের চুড়ামনিপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১১ টি। এর মধ্যে ৭ টিতে জয় পায় তৃনমূল। ৩ টি আসন যায় বিজেপির ঝুলিতে, ১ টি আসনে সিপিএম প্রার্থী জয়ী হয়। সুতরাং ফলাফলের নিরিখে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওই গ্রাম পঞ্চায়েত। কিন্তু তৃণমূলের অভিযোগ, ওই দুই জয়ী সদস্যকে অপহরণ করে নিজেদের দলে যোগদান করিয়ে সিপিএম সদস্যকে সাথে নিয়ে এই পঞ্চায়েতে বোর্ড গঠনের পরিকল্পনা করেছিল বিজেপি। তৃণমূলের টিকিটে জয়ী ওই দুই পঞ্চায়েত সদস্যে হলেন বন্দনা রায় ও সঞ্জয় মান্ডী। তৃণমূলের দাবি, উদ্দেশ্য সফল করতে এই দুই সদস্যকে মঙ্গলবার রাতে অপহরণ করে নিয়ে যায় বিজেপি।
আরও পড়ুন: কালীঘাটের কাকুর অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন, জানাল কমান্ড হাসপাতাল
এরপরই বন্দনা রায় এর পরিবারের তরফে অপহরণের অভিযোগ পেতেই তদন্তে নামে ওন্দা থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর দুই পঞ্চায়েত সদস্যের মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করে মঙ্গলবার রাতে বিষ্ণুপুরে বিজেপির কার্যালয় থেকে দুই সদস্য সহ তিনজনকেই উদ্ধার করা হয়েছে। ওন্দা থানার পুলিশ জানিয়েছে, দুই পঞ্চায়েত সদস্য সহ তিনজনকেই বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। তিন জনকে অপহরনের ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। বিজেপি অপহরণের অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবী অপহরণ, ভোট লুঠ, ব্যালট খেয়ে ফেলার সংস্কৃতি আছে তৃনমূলের। এই ধরনের কোনও কাজে বিজেপি বিশ্বাস করেনা।