কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার সিবিআই তদন্ত সহ একাধিক ইস্যুতে তরজায় তৃণমূলের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার হলদিয়ার একটি জনসভা থেকে অভিষেক বলেন, ‘বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু’হাজার বার এই কথা বলব।’ এর পাল্টা অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যপাল।
রবিবার শিলিগুড়ি সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে ধনখড় বলেন, ‘প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। যে বিচারপতি এসএসসি নিয়োগে কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মুখ্য সচিবকে পদক্ষেপ করতে বলেছি।’ এখানেই থেমে থাকেনি দু’জনের তরজা। টুইটে রাজ্যপালকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক টুইটে লেখেন, ‘কে আসলে লাল দাগ টপকাচ্ছেন, লোকে দেখছে।’
Once again, the Governor's selective concern for legality in WB exposes his contradiction & detachment from the actual reality!
We've always respected the Judiciary but will never bow down before Central Govt's active interference in judicial matters favouring their agenda. https://t.co/jOsItvQ0CR pic.twitter.com/pMmmkwYGYc
— All India Trinamool Congress (@AITCofficial) May 29, 2022
আচার্য বদলের ইস্যু নিয়েও মুখ খোলেন রাজ্যপাল। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের ইস্যুটি এমন সময় আনা হল যখন রাজ্য এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম। আচার্য বদলের বিষয়টি নতুন নয়, ২০২১ সালেও বিষয়টি তোলা হয়েছিল।’ রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বারংবার বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়েছে দু’পক্ষ।
আরও পড়ুন: Nusrat Jahan: খোলাপোতা মন্দিরে কালী মায়ের ভোগ রাঁধলেন নুসরত, দিলেন সম্প্রীতির বার্তা