কলকাতা: বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পরে এখন তৃণমূলের পাখির চোখ উত্তর-পূর্ব ভারত। সেই লক্ষ্যে আসরে নেমেছে ঘাস ফুল শিবির। এরই মাঝে বুধবার বড় তথ্য ফাঁস করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাস ফুলের পতাকাতলে আসতে চলেছেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার জিতেন সরকার।
আরও পড়ুন- বেশ কিছু মন্ত্রীর কাজে রুষ্ট মমতা, খরচ কমাতে নির্দেশ
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ত্রিপুরার কংগ্রেসের বর্ষীয়াণ নেতা জিতেন সরকার নিজে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে বহু রাজনৈতিক কর্মী তৃণমূল যোগ দেবেন বলেও দাবি করেছেন মমতা।
আরও পড়ুন- এখনই মিলছে না লোকাল ট্রেন চালানোর অনুমতি: মমতা
এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, “ত্রিপুরাতে ডেমোক্র্যাসির ডি নেই, আইন-শৃঙ্খলা নেই, কেউ পছন্দ করছে না এই সরকারকে। আমার সঙ্গে কথা হয়েছে জিতেন সরকারের, ত্রিপুরার বর্ষীয়াণ নেতা। স্পিকার ছিলেন, পাঁচ বারের বিধায়ক, তৃণমূলে আসতে চান। আমি অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আগামী বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরায় জিতব। পশ্চিমবঙ্গের সকল প্রকল্প ওই রাজ্যেও কার্যকর করা হবে।”
আরও পড়ুন- মার্কসবাদীদের মঞ্চে অনিন্দ্য, রুপা: মন ভাঙলো শ্রীলেখা রাহুলের
ত্রিপুরার রাজনীতিতে জিতেন সরকার খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওই রাজ্যের রাজনীতি সম্পর্কে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। তবে জিতেনের তৃণমূলযোগ নতুন নয়। ২০১৬ সালে আচমকা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সেই সময়েই শোনা গিয়েছিল যে ঘাস ফুলের পতাকা হাতে তুলে নিতে চলেছেন ত্রিপুরার প্রাক্তন স্পিকার।
আরও পড়ুন- আফগানিস্তানে তালিবান সরকার গঠন নিয়ে কাবুলে পরপর গোপন বৈঠক
অন্যদিকে, সপ্তাহ খানেক ধরে ত্রিপুরার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তৃণমূল। দলের একাধিক নেতানেত্রীকে পুলিশের মামলা দেওয়ার মাধ্যমে বিতর্কের সূত্রপাত ঘটে। তারপরে তৃণমূলের শীর্ষস্তরের নেতানেত্রীদের ওই রাজ্যে গিয়ে বিক্ষোভ দেখানো ঘিরে বিষয়টি আরও বড় হয়ে ওঠে। এরই মাঝে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। যিনি হাত শিবিরের শীর্ষস্তরের নেত্রী ছিলেন। এই সকল ঘটনা উত্তর-পূর্ব ভারতে তৃণমূলকে অনেকটাই প্রাসঙ্গিক করে তুলছে।