কলকাতা: দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিদ্যুতের দাম অনেক বেশি। এই অভিযোগ বাংলার বিরোধীদের নতুন নয়। যা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে বিদ্যুতের দাম নিয়ে আক্রমণ করা হয় রাজ্য সরকারকে। আর সেই বিদ্যুতের দাম খুব শীঘ্রই কমতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। এদিন দলের পক্ষ থেকে ভার্চুয়াল সভার আয়জন করা হয়। সেখানেই সবার শেষে বক্তব্য রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানাবিধ রাজনৈতিক বক্তব্যের মাঝে তাঁর গলায় শোনা গিয়েছে রাজ্যের সম্পদের বিবরণ। সেই সম্পদের ব্যবহারিক দিক নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর তাতেই উঠে এসেছে বিদ্যুতের দামের প্রসঙ্গ।
মমতার বক্তব্যে এদিন উঠে এসেছে বীরভূমের দেউচা পাচামি কয়লা খনির কথা। তিনি বলেছেন, “আমাদের বীরভূমে দেউচা পাচামি কয়লা খনি এশিয়ার শ্রেষ্ঠ। আগামী ১০০ বছর আমাদের বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুতের দাম অনেক কমে যাবে।”
তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভায় মমতা
বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকে অবস্থিত দেউচা এবং পাচামি। খনি এলাকায় ওই জায়গাটির সন্ধান পাওয়া যায় বছর খানেক আগে। শীঘ্রই সেখানে উৎপাদন শুরু হবে। ওই ব্লকে ২১০২ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই পরিমাণের ভিত্তিতেই ওই খনিকে এশিয়ার শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন- ‘মারোগে না লাথ’ জেলা শাসকের নির্দেশ পেয়েই ‘কৃষক’দের মাথা ফাটালো পুলিশ!
অন্যদিকে, শনিবার তৃণমূল ছাত্রযুবর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিজেপি বিরোধী আক্রমণকে উচ্চগ্রামে নিয়ে গেলেন মমতা। বেশ কিছুদিন ধরে নরেন্দ্র মোদি-অমিত শাহ-রা দেশের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সার্বভৌমত্ব নষ্ট করছিলেন বলে অভিযোগ জানাচ্ছিলেন মমতা। এবার ছাত্রযুবর মঞ্চ থেকে দেশের সব বিরোধী মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার৷ বোঝানোর চেষ্টা করলেন কীভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ করছেন মোদি-রা৷
অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ কেন্দ্র বিরোধী স্বরকে প্রথমেই তীব্র করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথার রেশ টেনেই মমতার হুঁশিয়ারি, কোনও রকম চাপের কাছে মাথানত করবে না তৃণমূল। যে ভাবে বেশ কিছুদিন ধরে জগদীপ ধনকড় রাজ্য সরকারকে বিব্রত করে করে চলেছে তারও কড়া ভাষায় নিন্দা করেন মমতা। তৃণমূল নেত্রী স্পষ্ট মন্তব্য, ‘রাজ্যপালের এই ভূমিকা মানুষ মেনে নেবেন না।’