সৌমেন শীল: ভোটের আগে রাজ্যের উন্নয়ন থুড়ি বিকাশের প্রচার করতে গিয়ে চুরি করতে হয়েছে অন্য রাজ্যের ছবি। যা নিয়ে সমালোচনায় বিদ্ধ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। যোগীর ছবির সঙ্গেই কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি দিয়ে রবিবার সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কিন্তু এই ধরণের ঘটনা নতুন নয় । আগেও পশ্চিমবঙ্গের রাস্তার ছবি দেখিয়ে ভোটের প্রচার করেছিল বিজেপি।
ঘটনাটি আট বছর আগের। সেই সময়ে ছিল মধ্যপ্রদেশের নির্বাচন। সেই বিধানসভা ভোটের আগে একই কায়দায় শুরু হয়েছিল প্রচার। কৃষিজমি এবং সুন্দর রাস্তার ছবি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞাপনে। যার বড় হোর্ডিং টাঙানো হয়েছিল বিভিন্ন জনবহুল রাস্তার উপরে। কিন্তু, সেই ছবিগুলিও ছিল ‘চুরি’ করা। অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যের উন্নয়নের চিহ্ন সেগুলি ছিল না। অন্য রাজ্য এবং অন্য দেশের ছবি ব্যবহার করে নিজেদের ঢাক পেটানোর ব্যবস্থা করেছিল।
২০১৩ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে উন্নয়নের ছবি দেখাতে গিয়ে পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ছবি ব্যবহার করেছিল বিজেপি। সেই সঙ্গে কৃষিক্ষেত্রে উন্নয়ন দেখাতে গিয়ে সুদূর ইরানে পৌঁছে গিয়েছিল বিজেপি। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি এবং বিজ্ঞাপন সংস্থা দোহাই দেখিয়ে পার পেয়ে গিয়েছিল বিজেপি। নির্বাচনে জয় লাভ করায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ছবি সৌজন্যে টুইটার
বিজ্ঞাপনের নিয়ম অনুসারে, সংস্থা বিজ্ঞাপনদাতাকে আগে খসড়া দেখাবে। বিজ্ঞাপনদাতা সেই খসড়া ছবি দেখে সন্তুষ্ট হয়ে সবুজ সংকেত দিলেই তা প্রকাশিত হবে। কিন্তু, বিজেপির ক্ষেত্রে সেই নিয়মগুলির যেন গুরুত্ব নেই। উত্তরপ্রদেশের ক্ষেত্রেও সম্পূর্ণ দায় সংবাদপত্রের কাঁধেই গিয়েছে। সংবাদপত্রের মার্কেটিং বিভাগ ওই বিজ্ঞাপনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন- নিউজক্লিক-নিউজলন্ড্রির অফিসে আয়কর ‘সমীক্ষা’ ভয়ঙ্কর ও নির্মম আক্রমণ: এডিটরস গিল্ড
২০১৩ সালে মধ্যপ্রদেশের সেই বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মাঝে এক বিজেপি নেতার সাফাই ছিল, “জেনে বুঝেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ছবি ব্যবহার করা হয়েছে। এর অর্থ, বিজেপি ক্ষমতায় থাকলে এই প্রকারের উন্নয়ন মধ্যপ্রদেশেও হবে।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি এবং কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি নিয়ে এখনও পর্যন্ত বিজেপি নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অদূর ভবিষ্যতে আগের মতোই কোনও ছেঁদো যুক্তি পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।