কোচবিহার: আজ রামনবমী (Ram Navami)। চারিদিকে সাজো সাজো রব। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মিছিল। রামের গেড়ুয়া পতাকায় ছেয়ে গেছে রাজ্যের প্রায় সমস্ত রাস্তা। শুধুতাই নয়, চলছে কড়া পুলিশি নজরদারী। তবে এই আবহেই সামনে আসছে অশান্তির খবর!
জানা যাচ্ছে, রামনবমীর (Ram Navami) দিনেও অশান্ত কোচবিহারের দিনহাটা (Dinhata)। দিনহাটা মনসব শেওরাগুড়িতে বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
রবিবাসরীয় সকালে, এবং রামনবমীর (Ram Navami) দিন এমনটাই অভিযোগ করলেন নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের, বিজেপির পঞ্চায়েত সদস্যা যূথিকা বর্মন।
আরও পড়ুন: রামনবমী উপলক্ষে কড়া নজরদারি পুলিশের, আইন ভাঙলেই কড়া পদক্ষেপ!
তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর করে। শুধুতাই নয়, আলমারি থেকে সোনার গহনা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করা হয় বলে তিনি অভিযোগ তোলেন।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। যূথিকা বর্মন আরও জানান, তিনি ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যদিও ঘটনা প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন এসব মিথ্যে অভিযোগ। যেখানে বিজেপির কোন রাজনৈতিক শক্তি নেই বিজেপির কোন কর্মসূচি নেই সেখানে তৃণমূল কংগ্রেস কেন তাদের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর করতে যাবে? প্রশ্ন তোলেন তিনি। তাঁর সাফ দাবি, এটা বিজেপির গোষ্ঠীকন্দল।
ঘটনা সম্পর্কে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, সেই নিয়েও কটাক্ষ করেন উদয়ন গুহ। রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিনাটা সীমান্ত এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর হল আর শুভেন্দু অধিকারী কলকাতায় বসেই বুঝতে পারলেন এটা তৃণমূল কংগ্রেস করেছে এগুলো বারাবারি হচ্ছে’।
Few moments earlier, the house of Smt. Juthika Barman, a resident of Salmara village and an elected BJP Member of the Najirhat 2 Gram Panchayat under the Dinhata Assembly Constituency, has been vandalized and looted by Trinamool goons.
This distressing event has not only violated… pic.twitter.com/NpPa1nJIXZ— Suvendu Adhikari (@SuvenduWB) April 5, 2025
দেখুন অন্য খবর