বহরমপুর: পথ দুর্ঘটনায় নিহত হলেন বজরং দলের জেলা নেতা প্রদীপ ঘোষ (৩৮)। বজরং পার্টির অভিযোগ, এই ঘটনা পুরোপুরি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, রবিবার রাতে বহরমপুর থানার পঞ্চাননতলা এলাকা থেকে নিজের বাড়ি বলরামপরের উদ্দেশে ফিরছিলেন প্রদীপ ঘোষ। এদিন তিনি মোটর বাইকে করে ফিরছিলেন। সেই সময় পঞ্চাননতলার ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের চাকা প্রদীপ বাবুর পেটের ওপর দিয়ে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায়।
আরও পড়ুন: Adhir Chowdhury | পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অধীর
সোমবার বহরমপুর মর্গে উপস্থিত হয় বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল। তাদের দাবি, প্রদীপ ঘোষের মৃত্যুর ঘটনার পিছনে রহস্য আছে। প্রদীপবাবু স্ত্রী অনামিকা ঘোষ বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা। ওই নেত্রীর বাড়িতে ভোটের দিন হামলা হয় বলে অভিযোগ। আর তার পরের দিন রাতেই ওই বিজেপি নেত্রীর স্বামী প্রদীপ ঘোষের মৃত্যু হয়। এই ঘটনা পরিকল্পিতভাবে হতে পারে বলে অনুমান করছে বিজেপি নেতারা।
জানা গিয়েছে, প্রদীপ ঘোষ রাজনীতির পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।