বহরমপুর: একুশের বিধানসভা নির্বাচনে জোট করে লড়াই করেছিল বাম-কংগ্রেস। যদিও একজন প্রার্থীও জিততে পারেননি। পরবর্তী নির্বাচনে দুই দলের প্রার্থীপদ নিয়ে সমঝোতা না হলে বন্ধুত্বপূর্ণ পথে লড়াই হবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এখনও রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে নির্বাচন-উপনির্বাচন বাকি রয়েছে। পুজোর আগে রাজ্যের বকেয়া নির্বাচন ও উপনির্বাচন মিটিয়ে ফেলার দাবি জানিয়েছিল তৃণমূল (TMC)৷ সেই দাবি পুরোপুরি না মানলেও কেবলমাত্র ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ ওই কেন্দ্রে ভোট হবে ৩০ সেপ্টেম্বর৷ ভোট গণনা ৩ অক্টোবর৷ চলতি মাসে ১৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷
এই তিন কেন্দ্রের মধ্যে কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। বাকি দুই কেন্দ্রে হবে নির্বাচন। যা নির্ধারিত সময়ে হয়নি। সেই দুই কেন্দ্র হল- সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। দুই কেন্দ্রই মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এর আগে ওই দুই কেন্দ্রের মধ্যে সামশেরগঞ্জে প্রার্থী দিয়েছিল বামেরা। কিন্তু এবার ওই কেন্দ্রে প্রার্থীপদের দাবি করছে কংগ্রেস।
আরও পড়ুন- হুমকি দিচ্ছে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, রুম্পা কুণ্ডুর নিরাপত্তায় পুলিশ
কমিশন নির্বাচন ঘোষণা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “আমাদের(বাম-কংগ্রেস) জোট এখনও রয়েছে। কেউ জোট ভাঙার কথা বলেনি। নির্বাচনে যে প্রতীকেই লড়াই হোক না কেন সবাই জোটের প্রার্থী ছিল। আগামী দিনেও সেটাই থাকছে।”
অধীর রঞ্জন চৌধুরী
এরপরেই অধীরবাবুর মুখে শোনা গিয়েছে খানিকটা ভিন্ন সুর। যা জোটের রাজনীতির পক্ষপাতী নয়। তিনি বলেছেন, “সামশেরগঞ্জ কেন্দ্রটি আমরা বামেদের কাছে চেয়েছি। এই বিষয়ে সহমত না হলে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে।” অন্যদিকে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীপদ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “আমি কাল কলকাতায় যাচ্ছি। নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সব ঠিক করা হবে। আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। সবাই আলোচনা করে ঠিক করব।”