কলকাতা: খেলা হবে স্লোগান দিয়ে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছিল তৃণমূল। সরকার গঠনের পরেও সেই খেলা এখনও শেষ হয়নি। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। সেই কারণে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মমতা। সেই প্রার্থীপদ বাতিলের দাবি তুলল পদ্ম শিবির।
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অতিমারির মাঝে দুর্গা পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকার কথা বলেন তিনি। সেই সঙ্গে গত বছরের মতো এবারেও দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০হাজার করে টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। যা নিয়েই আপত্তি তুলেছে বিজেপি।
আরও পড়ুন- আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ সিরাজুদ্দিন হক্কানি তালিবদের স্বরাষ্ট্রমন্ত্রী
পদ্ম শিবিরের অভিযোগ, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে ক্লাবের জন্য অনুদান ঘোষণা করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন মমতা। যা নিয়ে ওই দিনেই কমিশনের কাছে নালিশ জানাতে পৌঁছে যান বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শিশির বাজোরিয়া এবং সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিও তুলেছেন তাঁরা।
আরও পড়ুন- দেশে ৪৬ শতাংশ বেড়েছে মহিলাদের উপরে অপরাধ, অর্ধেকের বেশি উত্তরপ্রদেশে
বিজেপি নেতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এলাকায় ক্লাবের যথেষ্ট প্রভাব থাকে। ভোট ঘোষণার পরে ক্লাবগুলির জন্য দুর্গাপুজোর অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। অবিলম্বে তার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিক কমিশন। বাতিল করা হোক তাঁর প্রার্থীপদ। এই মর্মেই কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপির নেতারা।
আরও পড়ুন- বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ হরিয়ানায়, কৃষকদের খেপিয়ে তুলছে বিরোধীরা : কেন্দ্রীয় মন্ত্রী
গত শনিবার উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল। তার আগেই নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। সেই অনুযায়ী চলতি মাসের ৩০ তারিখে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে আগামী মাসের তিন তারিখে। ওই একই নির্ঘন্ট মেনে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।