আলিপুরদুয়ার: রাজ্য ভাগের দাবি করে বেশ কয়েক সপ্তাহ আগে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ জন বার্লা। সেই রেশ না কাটতেই নয়া অভিযোগে বিদ্ধ হলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। এক আদিবাসী মহিলার বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল পদ্ম শিবিরের ওই সাংসদের বিরুদ্ধে।
আরও পড়ুন- ‘বিচারপতিরা সম্মাননীয়, নিয়ম মেনে হোক রোস্টার’: হাইকোর্টে পড়ল পোস্টার
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন পদ্ম শিবিরেরই প্রাক্তন নেতা। আলিপুরদুয়ার জেলা বিজেপির তিনি সভাপতির পদে আসীন ছিলেন। অভিযোগকারী সেই ব্যক্তি হলেন গঙ্গা প্রসাদ শর্মা। যিনি গত মাসে তৃণমূলে যোগ দিয়েছেন।
আরও পড়ুন- হার নিশ্চিত বুঝে রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি, ট্যুইট শুভেন্দুর
কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার অভিযোগ উঠেছে যে তিনি এক আদিবাসী মহিলার কাছ থেকে বিচারের নাম ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। পরা সাংসদ সেই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন তৃণমূল নেতা গঙ্গা প্রসাদ শর্মা।
আরও পড়ুন- পেগাসাস প্রস্তুতকারী সংস্থার দফতরে তল্লাশি ইজরায়েল সরকারের
এ দিন দুপুরের দিকে আলিপুরদুয়ারের জেলা তৃণমূলের কার্যালয় থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন গঙ্গা প্রসাদ শর্মা। সেখানেই সাংসদের বিরুদ্ধে ওই বিস্ফোরক অভিযোগ করেছেন ওই জেলার বিজেপির প্রাক্তন সভাপতি। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে বিজেপি বিরুদ্ধে এখনও কণ প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন- ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের আগাম জামিন, শুক্রবার যাচ্ছেন অভিষেক
এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়ে ফোন করা হয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। বাদল অধিবেশনের জন্য এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। এই অজুহাত দিয়ে কলকাতা টিভির প্রতিনিধিকে তিনি এড়িয়ে গিয়েছেন জন বার্লা।
২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। সেই সময়ে ওই জেলা বিজেপির সভাপতি ছিলেন গঙ্গা প্রসাদ শর্মা। এলাকায় দক্ষ সংগঠক হিসেবে তাঁর সুনাম রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে ওই এজলার সব আসনেই জিতেছে বিজেপির প্রার্থীরা। তারপরেও বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেন গঙ্গা প্রসাদ। সাংসদের সঙ্গে বিরোধের কারণেই তিনি দলবদল করেছেন বলে গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে।