কোচবিহার: ভোট পরবর্তী হিংসার শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের। এমনই দাবি করে বিজেপি নেতৃত্ব। এরই মাঝে ভিন্ন ছবি দেখা গেল উত্তরবঙ্গের কোচবিহারে। অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধকে হেনস্থার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তেরা বিজেপির সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত। বৃদ্ধের পাশাপাশি হেনস্থার শিকার হতে হয়েছে তাঁর পরিবারের সদস্যদের। হুমকি দেওয়া হয়েছে তাঁর পুত্রবধুকেও।
আরও পড়ুন- দাবি মানল রাজ্য, আন্দোলন প্রত্যাহার করছেন নার্সরা
ঘটনাটি কোচবিহারের কোতওয়ালি থানা এলাকার কালীঘাট রোডের। ওই এলাকার বাসিন্দা বৃদ্ধ দেবাশীস মুখোপাধ্যায়ের বয়স ৭৯ বছর। তাঁর উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত দুই ব্যক্তি হল- উদয়ন এবং তপন চৌধুরী। মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের উপরে হামলা এবং হুমকির অভিযোগ উঠেছে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন- হিমাচল প্রবেশে বাধ্যতামূলক আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট
এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে। বিজেপি নেতা দুই চৌধুরী ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, জমি বিক্রির নামে আগাম টাকা নিয়ে প্রতারণা করেছিল তারা। যা নিয়ে শুরু হয় বিবাদ। সেই ঘটনা ২৬ বছর আগের। পরিস্থিতির অবনতি হতে শুরু করে ২০১৩ সাল থেকে। মুখোপাধ্যায় পরিবারের যাতায়াতের রাস্তা আটকে শৌচালয় নির্মাণ শুরু করে পড়শি চৌধুরী পরিবার।
আরও পড়ুন- রাজীব গান্ধী খেলরত্নের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলের উঠল দাবি
সেই শৌচালয় নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। এই শৌচালয় নির্মাণ ঘিরে বচসা অনেকদিন ধরেই চলছিল। স্থানীয় পঞ্চায়েতে এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছিল। যদিও সমস্যা মেটেনি। সম্প্রতি যা চরমে ওঠে। সমগ্র রাস্তা জুড়ে শৌচালয় নির্মাণ করতে শুরু করে উদয়ন এবং তপন চৌধুরী। যার প্রতিবাদ করতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেপি নেতা দুই ভাই। শুরু হয়ে যায় বচসা। মুখোপাধ্যায় পরিবারের বৃদ্ধ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে অভিযুক্তেরা। পরিস্থিতি চরমে উঠতে ওই বৃদ্ধ এবং তাঁর ছেলের গায়ে হাত তোলে তারা। সেই সঙ্গে বৃদ্ধের পুত্রবধূকেও হুমকি দেওয়া হয়।
এই নিয়ে চলতি সপ্তাহের শুক্রবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই ভাই এলাকায় যথেষ্ট প্রভাবশালী। আগে সিপিএম-র সঙ্গে যুক্ত ছিল তারা। পরে রঙ বদলে গেরুয়া শিবিরে নাম লেখায়। দীর্ঘদিন ধরেই তাদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী।