কলকাতা: রাজনীতির আঙিনার পর এবার কলকাতা হাইকোর্টের আঙিনায় দলবদল৷ সোমবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন অশোককুমার ঢনঢনিয়া ও সরদার আমজাদ আলী৷ হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল আইনজীবী সংগঠনের জয়ের পথকে আরও প্রশস্ত করবে দাবি আইনমন্ত্রী মলয় ঘটকের।
কলকাতা হাইকোর্ট ক্লাব ও হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ক্লাব নির্বাচনে অশোক ঢনঢনিয়া ও বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের সরদার আমজাদ আলী সভাপতি পদে তৃণমূল আইনজীবী সংগঠনের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ দিন তাই আইনমন্ত্রীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলের আইনজীবী সংগঠনে যোগ দেন তাঁরা৷ তাঁদের যোগদানে হাইকোর্ট বিরোধীশূন্য হবে, এমনটাই দাবি আইন মন্ত্রী মলয় ঘটকের৷
এ দিন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, হাইকোর্টকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত আইনজীবীদের আসা উচিত৷ তাই, আইনজীবীদের স্বার্থে কংগ্রেস থেকে সরদার আমজাদ আলী ও হাইকোর্টের বিগত বার অ্যাসোসিয়েশনের সভাপতি তৃণমূলে যোগ দিলেন৷
আরও পড়ুন-পামেলাকে কোকেন সরবরাহের মামলা, বিজেপি নেতা রাকেশ সিংয়ের আবেদন খারিজ আদালতে
অন্যদিকে, সংবাদমাধ্যমে বিজেপির তকমা মানতে নারাজ অশোককুমার ঢনঢনিয়া৷ তাঁর দাবি, তিনি কোনও দিন বিজেপি ছিলেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আইনজীবিদের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিয়েছেন। সংগ্রেস ত্যাগী আমজাদ আলী বলেন, কংগ্রেসের আদর্শগত বিচ্যুতি নিয়ে ভারতবর্ষের নেতৃত্ব দেওয়া যায় না৷ ঠাণ্ডা ঘরে বসেই বিরোধীদল করা যায় না৷ দল করতে গেলে রাস্তায় নামতে হয়৷ যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন৷ যাইহোক, এ দিন এই দুই আইনজীবীর তৃণমূলে যোগদানে ভবিষ্যতে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ভাস হবে বলে আশাবাদী৷