নয়াদিল্লি: দেশের গণতন্ত্র রক্ষায় মোদির বিরুদ্ধে একজোট হতে বিরোধীদের চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরপরই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভি দাবি করেন, বিজেপি বিরোধীদের স্তম্ভ মমতা৷ বুধবার টুইটে সিংভি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিজেপি বিরোধীদের স্তম্ভ৷ যা সময়ের প্রয়োজন।’
টুইটে সিংভি আরও লেখেন, ‘বিজেপি বিরোধিতা এখন সময়ের প্রয়োজন। মমতা তার একটি স্তম্ভ। বিজেপির সেরা জয়গুলি কখনই জনপ্রিয় ভোটের ৩৯ শতাংশ অতিক্রম করবে না৷’ তাই, মমতা এবং অন্য সকলকে অ-বিজেপি বিরোধীদের একত্রিত করতে জোর দেওয়া প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে সমস্ত বিরোধী নেতাদের চিঠি দেওয়ার একদিন পরে কংগ্রেস নেতার এই মন্তব্য নিয়ে জল ঘোলা শুরু হয়েছে৷ কারণ, কয়েক মাস আগে বিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা৷ যদিও মঙ্গলবার মমতার চিঠি কংগ্রেসের কাছেও পৌঁছেছে৷ যেখানে তিনি লিখেছেন, কীভাবে বিজেপি দেশের গণতান্ত্রিক কাঠামোকে আক্রমণ করার চেষ্টা করছে।
Non #BJP opposition is the need of the hour. #Mamta is a pillar of that. Each element has 2unite synergically 2prevent vote division, state by state, for 2024.BJP’s best wins never exceed 39%of popular vote. Mamta &all others have to strain every sinew to unite the non BJP space.
— Abhishek Singhvi (@DrAMSinghvi) March 30, 2022
তাই, শুধু মোদির বিরুদ্ধে লড়াই নয়, গণতন্ত্রকে রক্ষা করতে লড়াইয়ের প্রয়োজন রয়েছে৷ সে কাজে বিরোধীদের এককাট্টা করতে অগ্রণী ভূমিকায় তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, ‘গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে বিরোধীদের। সময়ের দাবিকে গুরুত্ব দিয়ে আসুন, আমরা একজোট হয়ে বৈঠকে বসি।’
আরও পড়ুন-Asansol By-Election 2022: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে শোকজ, ৭ দিন মিটিং-মিছিল বন্ধ, নিদান কমিশনের
মঙ্গলবার সন্ধেয় মমতার চিঠির এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার বলেন, ‘আমরা একসঙ্গে কী করতে পারি, তা অবশ্যই দেখব। কারণ নরেন্দ্র মোদি একটি বিষয় দেখতে চান—কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিজেপির শাসন। তাঁর কাছে মানুষের ইচ্ছার কোনও গুরুত্ব নেই।’