আজ দুপুরে বাঁকুড়া শহরের ২৩ নং ওয়ার্ডের সরমা সুন্দরী স্কুলে রেসকিউ ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি ওখানে পৌঁছতেই ক্যাম্পে থাকা মানুষজন সকলে ক্ষোভ উগরে দেয় সাংসদের উপর। সাংসদ কে সামনে পেয়ে সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন আপনি কি করেছেন? “আমাদের জন্য কিছু হলে করুন,একটু ভাবুন আমাদের নিয়ে। তবে সেখানে সাংসদ আর বিলম্ব না করে তড়িঘরি জায়গা থেকে প্রস্থান করেন। পরে সাংবাদিকেদের মুখোমুখি হয়ে জানান রেসকিউ ক্যাম্পে মানুষ জন সমস্ত পরিষেবা পাচ্ছেন কিনা তার খোজ খবর নিতে এসেছিলেন তিনি। ক্যাম্পে থাকা মানুষ কে মাস্ক পরে থাকার পরামর্শ দেন সাংসদ।