অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনা, সোনায় নিয়ে এলেন নীরজ চোপড়া| স্বাধীনতা পরবর্তী অলিম্পিকে অ্যাথলেটিক্সে এর আগে কোনও পদক ছিল না ভারতের| টোকিও অলিম্পিকের ন্যাশনাল স্টেডিয়ামে সোনার ইতিহাস লিখলেন নীরজ চোপড়া|
অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে নীরজ চোপড়া দ্বিতীয় অ্যাথলিট যিনি ভারতের হয়ে সোনা জিতলেন| এর আগে পর্যন্ত লন্ডন অলিম্পিকেই সর্বোচ্চ ৬টা পদক ছিল ভারতের| নীরজ চোপড়ার পদক লন্ডনকে ছাপিয়ে গেল টোকিওয়|
ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন নজর কেড়ে| সকলকে পিছনে ফেলে ৮৬.৬৫ মিটার করে ফাইনালে পৌঁছেছিলেন|
ফাইনালেও ৮৭.০৩ মিটার জ্যাভলিন থ্রো করে গোটা বিশ্বের প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রথম অ্যাটেম্পটেই| দ্বিতীয় অ্যাটেম্পটে করেন ৮৭.৫৮| দুটো অ্যাটেম্পটেই নীরজ চোপড়াকে টপকে যেতে পারেননি কেউ|
তৃতীয় অ্যাটেম্পট ছিল দুর্বল| ৭৬.৭৯ মিটার| চতুর্থ ও পঞ্চম অ্যাটেম্পট ডিস্কোয়ালিফাই| ফল খারাপ হতে থাকলেও সেরাটা প্রথমেই করে রেখেছিলেন| শেষ অ্যাটেম্পটে করেন ৮৪.২৪| তার আগেই অবশ্য সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর| শেষ অ্যাটেম্পটের পরই দেশের পতাকা গায়ে জড়িয়ে ভিকট্রি ল্যাপ শুরু করে দিয়েছিলেন তিনি|
টোকিও অলিম্পিকের শেষ দিন প্রথম সোনার পদক ভারতের| পোডিয়ামে সোনার মেডেল গলায় তুললেন নীরাজ চোপড়া| দেশজুড়ে এখন তাঁকে নিয়েই মেতে সকলে| নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল| সোনার ছেলে নীরজের এখন দেশে ফেরার অপেক্ষা|