গতকালই অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন মেরি| সেই মরি কমই প্রেরণা অসমের লভলিনা| টোকিওর মঞ্চেই পদক নিশ্চিত মেরি ভক্তের| ৪-১ -এ জিতে মহিলাদের ৬৯ কেজি ওয়েল্টারওয়েট বিভাগে সেমিফাইনালে পৌঁছলেন লভলিনা বরগোহাঁ|
মেরি কমকে দেখেই বক্সিং শুরু| মহম্মদ আলির ভিডিও দেখে নিজেকে আরও উন্নত করে তুলেছেন তিনি| রপ্ত করেছেন লং পাঞ্চ| তাতেই বাজিমাত টোকিওর মঞ্চে| অভিষেকেই পদক নিশ্চিত করে ফেললেন অসমের এই তরুণী|
চাইনিজ তাইপে চেন চিনের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি| মাত্র একটা বাউট হারেন| বাকি গোটা ম্যাচই ছিল তাঁর দখলে|
শুক্রবার সকালেই টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করে দেন এই তরুণ তারকা| যদিও এতে তিনি সন্তুষ্ট নন|
পদক নিশ্চিত করায় আত্মবিশ্বাস আরও বেড়েছে| সোনা না জিতে থামার কোনও প্রশ্নই নেই| আর মাত্র দুধাপ দূরে তিনি| পরপর দু ম্যাচ জিতে অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা বক্সার হিসাবে সোনা জয়ের ইতিহাস গড়তে চান লভলিনা বরগোহাঁ|